ঢাকা প্রতিনিধিঃ- রাজধানীর শ্যামপুরে দেশের শীর্ষস্থানীয় পাঠক সমাদৃত সংবাদপত্র দৈনিক যুগান্তর ২৬তম বর্ষে পদার্পণ ও রজতজয়ন্তী উপলক্ষে আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রোববার সন্ধ্যায় শ্যামপুর থানা প্রেসক্লাব হলরুমে এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানে কেক কাটার মধ্য দিয়ে এ বর্ষপূর্তি উদযাপন করা হয়। এতে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা ও বিশিষ্ট শিল্পপতি মরহুম নুরুল ইসলামের স্মরণে বিশেষ মোনাজাত ও তার রুহের মাগফেরাত কামনা করা হয়। পাঠক নন্দিত যুগান্তরের সিটি প্রতিবেদক মো. হা-মীম এর সভাপতিত্বে দোয়া অনুষ্ঠানে এসময় উপস্থিত ছিলেন, শ্যামপুর থানা প্রেসক্লাবের সভাপতি মো.শহিদুল ইসলাম জনি, ট্রাফিক পুলিশের ইন্সপেক্টর (টিআই) মো. রফিকুল ইসলাম, পোস্তগোলা ফায়ার সার্ভিস স্টেশন ইনচার্জ সাজেদুল কবির, গেন্ডারিয়া উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোহাম্মদ সাইফুল ইসলাম, দৈনিক আজকের পত্রিকার রিপোর্টার জহিরুল ইসলাম পিলু, চ্যানেল এস রিপোর্টার শফিক চৌধুরী, আনন্দ টিভি সিটি রিপোর্টার মনির হোসেন, শ্যামপুর প্রেসক্লাবের অর্থ বিষয়ক সম্পাদক মো. সুজন শেখ, প্রচার ও প্রকাশনা সম্পাদক ইদ্রিসুর রহমান হৃদয়, মফস্বল বার্তার প্রতিবেদক আসাদুল সেখ, দৈনিক অগ্নিশিখার সিরাজুল ইসলাম, আলোর জগতের মনিরুল ইসলাম, রাজধানী টিভির প্রতিনিধি মো. বাদল শেখ, অনলাইন স্বাধীন বার্তার সম্পাদক মো.তরিকুল ইসলাম তারেক, দৈনিক আজকালের কন্ঠ’র মোহাম্মদ মুসা, দৈনিক গ্লোবাল নিউজের আনোয়ার হোসেন, ব্যবসায়ী মোহাম্মদ সাইফুল ইসলাম খান, ব্যবসায়ি হাসিবুল ইসলাম হাসিব, ফেরদাউস সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। মোনাজাতে সাবেক মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী যমুনা গ্রুপের বর্তমান চেয়ারম্যান দৈনিক যুগান্তরের প্রকাশক অ্যাডভোকেট সালমা ইসলাম এবং যমুনা গ্রুপের পরিচালকসহ তাদের পরিবারের সদস্যদের দীর্ঘায়ু ও সফলতা কামনায় দোয়া করা হয়। মুনাজাত শেষে পথশিশু, ভবঘুরে ও মানসিক ভারসাম্যহীন (পাগল) দের মাঝে বিরিয়ানির প্যাকেট বিতরণ করা হয়। এছাড়াও শতাধিক অসহায় ও দু:স্থদের মাঝে নগদ অর্থ বিতরণ করা হয়।