ডেক্সরিপোর্ট : রাজধানী ঢাকার মতিঝিল এলাকার জনগন এখন বিএনপির অঙ্গ সংগঠন যুবদলের চাদাবাজীতে অতিষ্ঠ হয়ে উঠেছে। রাস্তার হকার, ফুটপাত,দোকান,পাম্প ব্যাবসা প্রতিষ্ঠান সবাই এখন তাদের হাতে জিম্মী। এই গত ২৬জুলাই বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল ঢাকা মহানগর দক্ষিণের কমিটি থেকে মতিঝিল থানার ৯ নং ওয়ার্ডের যুবদল কমিটিকে বিলুপ্ত ঘোষণা করেন দলটি পরবর্তীতে চাঁদাবাজিতে মরিয়া হয়ে ওঠে দলের সক্রিয় সদস্যরা। চাঁদাবাজি ও টেন্ডারবাজি করায় প্রমাণিত হওয়ায় ঢাকা মহানগর দক্ষিণের যুবদল আহবায়ক ও সদস্য সচিব স্বাক্ষরিত একটি চিঠি ইস্যু করে কমিটি বিলুপ্ত করেন।
বর্তমানে আবারো বেপরোয়া চাঁদাবাজিতে উত্তপ্ত হয়ে উঠেছে বাংলাদেশের রাজধানীর বাণিজ্যিক এলাকা মতিঝিল। মমিন বেপারী বিপ্লব হোসেন মিতু, আর এদর নেতৃত্ব দিচ্ছেন ফারুক নামের এক ব্যাক্তি। চাঁদাবাজ গংরা বলেন বর্তমানে কমিটি না থাকায় আমাদের জন্য আরো ভালো হয়েছে এখন কোন কৈফয়ত বা কোন অভিযোগ দিতে পারবে না মহানগর কমিটি।বিশেষ করে মতিঝিলের ৮ও ৯নং ওয়ার্ডে চলে এদের রাম রাজত্ব। গত ৫ অগাষ্ট পর থেকেই তারা এই সব এলাকা চাদাবাজীর জন্য বেছে নেয়। বাংলাদেশের রাজধানীর মতিঝিলে ১৬ তলা গলি থেকে মাসে ৬ লক্ষ টাকা চাঁদা আদায় করেন।
ওই এলাকাটি সাধারণ মানুষের চলাচলের কোন উপযোগী নেই চারপাশে হোটেলের বাণিজ্য। চারপাশে অফিসের মালিকরা বলেন আগের চেয়ে এখন আরও বেশি যানজট সৃষ্টি করেছে। আওয়ামী লীগ সরকারের সময়ে বন্ধ হওয়া ক্যাসিনোতে তারা রাতে বসাচ্ছে জুয়ার আসর। ফারুকের নেতৃত্বে চলছে এসব ক্লাব গুলোতে জুয়া। মমিন বেপারী ও বিপ্লব হোসেন মিতু সহ আরও অনেকেই এই ক্যাসিনো ব্যাবসার সাথে জড়িত। ভাঙ্গারী ব্যাবসার আড়ালে এরা মাদক।বানিজ্য করছে বলে অভিযোগ রয়েছে।