1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
রমেকে রিং বাণিজ্য অভিযোগ নিয়ে যা বলছেন স্বয়ং ডা.মাহাবু্ুর রহমান: - শিক্ষা তথ্য
বুধবার, ১৫ অক্টোবর ২০২৫, ০৭:৩২ অপরাহ্ন
শিরোনাম :
সাংবাদিক শিপন আহমেদ এর মৃত্যুতে নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটি’র শোক প্রাক দীপাবলীতে সেজে উঠেছে কলকাতার বিভিন্ন মার্কেট আলো ও প্রদীপে ,জমে উঠেছে ক্রেতাদের ভীড় ঢাকা মেডিকেলে ডাক্তার–ডায়াগনস্টিক সিন্ডিকেটের দৌরাত্ম্য! ভুক্তভোগী রোগী ভুল চিকিৎসা ও অযথা টেস্টের শিকার** বখাটে মারুফ আপেলের কান্ড!! স্কুল নবম শ্রেণির মিরাকে অপহরন আগামীর স্বপ্নপূরণে মাদরাসার শিক্ষার্থীদের এগিয়ে আসতে হবে—ধর্ম উপদেষ্টা মতলব উত্তরে উপজেলা প্রশাসনের সকল প্রোগ্রাম বয়কটের ঘোষণা সাংবাদিকদের ছাতক থানা পুলিশের অভিযানে আসামী গ্রেফতার নারায়ণগঞ্জে বাক প্রতিবন্ধী ব্যক্তির রহস্যজনক নিখোঁজ, সন্ধ্যানের অপেক্ষায় পরিবার বাড়ি ভাড়া এবং শিক্ষক নির্যাতনের প্রতিবাদে কলাপাড়ায় শিক্ষকদের মানববন্ধন ও সমাবেশ শ্রীপুরে মাদক কে না বলি মাদকমুক্ত সমাজ গড়ি

রমেকে রিং বাণিজ্য অভিযোগ নিয়ে যা বলছেন স্বয়ং ডা.মাহাবু্ুর রহমান:

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর, ২০২৪
  • ১৩২ Time View

মাটি মামুন রংপুর ব্যুরো: গত ৬ ডিসেম্বর একটি জাতীয় দৈনিক ও ৫ ডিসেম্বর কয়েকটি অনলাইন নিউজ পোর্টালে হার্টে রিং পরান একটা টাকা নেন তিনটার এবং রংপুরের ডা. মাহবুবুর রহমানের ‘রিং বাণিজ্য’ শিরোনামে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের কার্ডিওলজি বিভাগের সিনিয়র কনসালট্যান্ট ডা. মাহবুবুর রহমান। তিনি বলেন, সংবাদটি আমার দৃষ্টিগোচর হয়েছে । আমি ওই সংবাদের তীব্র প্রতিবাদ জানাচ্ছি । রংপুরসহ দেশবাসীর জ্ঞাতার্থে জানাচ্ছি যে, আমি রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চাকরি গ্রহণের পর থেকে অত্যন্ত সততার সঙ্গে আমার উপর অর্পিত দায়িত্ব পালন করে আসছি । আমার সার্ভিস লাইফে কোনো প্রকার অনিয়ম-দুর্নীতির অভিযোগ ওঠেনি বা আমার বিরুদ্ধে হাসপাতালে কোনো লিখিত অভিযোগ উত্থাপিত হয়নি অতীতে। আমি কোনো প্রকার অফিসিয়াল দুর্নীতি বা অনিয়মের জন্য বিভাগীয় শাস্তিও পাইনি । আমার বিরুদ্ধে যে হার্টে রিং পরান একটা, টাকা নেন তিনটার অভিযোগ প্রকাশ করা হয়েছে তারও কোনো সত্যতা নেই । আমি দৃঢ়তার সাথে বলতে চাই,হার্টে রিং পরানোর এবং এনজিও গ্রাম করার সময় ক্যামেরায় রেকর্ড করা হয় সেখানে রোগীর স্বজন সেটা দেখিয়ে দেয়া হয় এবং সিডি করে সেই ডিস্ক রোগীকে দেয়া হয় সেখানে সবকিছু ক্লিয়ার দেয়া রয়েছে । তিনি আরও বলেন, প্রকৃতপক্ষে এধরনের কোন কথা আমি রোগি বা রোগির লোক কে বলি নাই এবং এ পরিমানের কোন টাকাও তারা দেয় নাই। আমি যা করেছি বা বলেছি তার দালিলিক প্রমান তদন্ত কমিটিকে দিয়েছি। তিনি আরও বলেন, দীর্ঘ কয়েক বছর রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালের কার্ডিওলজি বিভাগে রিং পরানো এনজিও গ্রাম সেবা বন্ধ ছিল। সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে রিং পড়ানো এবং এনজিও গ্রাম খরচ বেসরকারি প্রতিষ্ঠান গুলোর ৩ ভাগের ১ ভাগ হওয়ায় কিছু সিন্ডিকেট ও কুচক্রী মহল রোগীর স্বজনকে ভুল বুঝিয়ে আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করেছে। এই চক্রটি চায় না রংপুরে কম সেবায় সেবাটি পাক। প্রকৃত সত্য হলো, আমার চাকরি জীবনকে বিতর্কিত করা ও মান সম্মানের ক্ষতিসাধন করার জন্য একটি সিন্ডিকেট মনগড়া ওই অসত্য তথ্য উপস্থাপন করেছেন, আর সেই অসত্য বিষয়কে উপস্থাপন জাতীয় পত্রিকা এবং অনলাইনে সংবাদ প্রকাশ করা হয়েছে । এই নিউজ প্রকাশের কারণে আমি সমাজে হেয়-প্রতিপন্ন হয়েছি এবং আমার চাকরি জীবন প্রশ্নবিদ্ধ হয়েছে । তাই আমি ওই বিভ্রান্তমূলক সংবাদটির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি,জনবিভ্রান্তি দূর করার জন্য এই প্রতিবাদটি প্রকাশ করছি। দীর্ঘ ৪/৫ বছরের অক্লান্ত পরিশ্রম ও আমি বলব, আমাদের প্রচেষ্টা ও উপরে মহান আল্লাহ্‌ র ইচ্ছায় আমরা রংপুর মেডিকেল এ ক্যাথল্যাব পুনরায় চালু করতে সক্ষম হয়েছি২০২২ সালে । এ কথা রংপুর মেডিকেল এর সবাই জানে । এ পর্যন্ত আমি এখানে ৭০০ এনজিওগ্রাম, ১০০ + রিং লাগানো, ৫০+ পেসমেকার স্থাপন সফলভাবে সম্পন্ন করেছি । আমাদের সফলতা ৯৯.২%.আলহামদুলিল্লাহ। ঢাকার তিন ভাগের এক ভাগ খরচে এখানে আমি এই operation গুলি করে দিচ্ছি । আমার জন্য দুয়া করবেন যেন জীবনের শেষ দিন পর্যন্ত এই উত্তর জনপদের দরিদ্র মানুষের সেবায় নিজেকে নিয়োজিত রাখি। ডা. মাহবুবুর রহমান হৃদরোগ বিভাগের সিনিয়র কনসালটেন্ট,রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি