রয়েল দত্ত,রাউজান প্রতিনিধি:রাউজান উপজেলার পশ্চিম গুজরা উচ্চ বিদ্যালয়ে ২৩ ন়ভেম্বর শনিবার অজিত মৃদুল স্মৃতি বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।এই বৃত্তি পরীক্ষায় উপজেলার ৩৪ টি শিক্ষা প্রতিষ্ঠানের চার শতাধিক শিক্ষার্থী অংশ গ্রহণ করেন।এই সময় পরীক্ষার কেন্দ্র পরিদর্শন করেন আশালতা কলেজ পরিচালনা কমিটির সাবেক সভাপতি প্রবাল কৃষ্ণ দে,বাংলাদেশ শিক্ষক সমিতির রাউজান (দক্ষিণ) শাখার সভাপতি মোহাম্মদ জানে আলম, সাবেক ব্যাংক কর্মকর্তা তাপস সরকার, রাউজান প্রেসক্লাবের সাবেক সভাপতি মীর মোহাম্মদ আসলাম, সাধারণ সম্পাদক নেজাম উদ্দিন রানা,সংগঠক জিন্নাত আলী, রোকেয়া পাঠাগারের সভাপতি শিক্ষক প্রিয়ম দে।এ সময় কেন্দ্র সচিব বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম নাসির উদ্দীন, পরীক্ষা নিয়ন্ত্রক সহকারী প্রধান শিক্ষক শেখর ঘোষ আপন,বৃত্তি পরীক্ষা বাস্তবায়ন কমিটির আহবায়ক নেপাল কর, সদস্য সচিব সিদুল কান্তি ধর, শিক্ষানুরাগী তিমির কান্তি বড়ুয়া, চন্দন কুমার বিশ্বাস, অরুপ দাশ,অসিত চৌধুরী, সুভাষ চৌধুরী, সাজু দাশ, খোকন ভট্টাচার্য্য, প্রধান শিক্ষক অনুপম মহাজন, সঞ্জীব দে, অঞ্জন মুহুরী, সুপ্রিয়া মুহুরী, দীপক ঘোষ, নয়ন চৌধুরী, মোঃ শফি, মোহাম্মদ সোলাইমানসহ রাউজানের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, সহকারী প্রধান শিক্ষক উপস্থিত ছিলেন।পরিদর্শনকালে অতিথিরা বলেন, সমৃদ্ধ দেশ বিনির্মাণে আলোকিত প্রজন্ম গড়তে বৃত্তি পরীক্ষার এ প্রয়াস অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই ধরনের আয়োজনে শিক্ষার্থীদের মাঝে প্রতিযোগিতামূলক মনোভাব সৃষ্টি করে।বক্তারা আরো বলেন,সমাজহিতৈষী দুই মহান ব্যক্তির স্মৃতি উঠতি প্রজন্মের কাছে তুলে ধরার প্রয়াস থেকেই এই বৃত্তি পরীক্ষার আয়োজন। এই ধরনের মেধার প্রতিযোগিতা শিক্ষার্থীদের মেধা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।