রয়েল দত্ত,রাউজান প্রতিনিধি: বৃহত্তর চট্টগ্রামের বহুল প্রচারিত,জনপ্রিয় আঞ্চলিক দৈনিক সাঙ্গু পত্রিকার ২৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।২৮ জানুয়ারি বুধবার বিকাল ৪ টায় রাউজান প্রেসক্লাবের কনফারেন্স রুমে দৈনিক সাঙ্গু পত্রিকার ২৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কেক কাটা ও আলোচনা সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন রাউজান উপজেলা সহকারী (ভূমি) ও রাউজান পৌরসভার প্রশাসক আংছিং মারমা।দৈনিক সাঙ্গুর নিজস্ব প্রতিবেদক রাউজান এম কামাল উদ্দিনের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন রাউজান থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সাজেদুল ইসলাম, দৈনিক প্রিয় সময় পত্রিকার সম্পাদক এস.এম শহিদুল্লাহ রনি, বাংলাদেশ প্রেস ক্লাব সংযুক্ত আরব আমিরাতের প্রতিষ্ঠাতা সভাপতি মো.শিবলী আল সাদিক, প্রেস ক্লাবের সাবেক সভাপতি মীর আসলাম, এম.বেলাল উদ্দিন, বর্তমান সভাপতি প্রদীপ শীল,সাধারণ সম্পাদক নেজাম উদ্দিন রানা।
রাউজান থানার সেকেন্ড অফিসার আবদুল্লাহ আল মামুন। প্রেস ক্লাব নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন এম. রমজান আলী, এসএম ইউসুফ উদ্দিন, গাজী জয়নাল আবেদীন জুবায়ের,শাহেদুর রহমান মোরশেদ, হাবিবুর রহমান, যীশু সেন, আরফাত হোসাইন,শাহাদাত হোসেন সাজ্জাদ, আমির হামজা, আনিসুর রহমান, আবিদ মাহমুদ,রয়েল দত্ত সহ বিশিষ্টজনেরা। সংক্ষিপ্ত আলোচনা শেষে প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটেন সমবেত অতিথিরা। দৈনিক সাঙ্গু পত্রিকাকে শুভেচ্ছা জানাতে এসে অতিথিরা বলেন,প্রতিষ্ঠালগ্ন থেকেই সাঙ্গু পত্রিকা বস্তুনিষ্ঠ সংবাদের মাধ্যমে পাঠকের মনে স্থান করে নিতে পেরেছে।দেশের আলোচিত ঘটনা তুলে এনে এটি তার মাপকাঠির প্রমাণ দিয়েছে। এই পত্রিকা শক্ত ভিত্তি উপর প্রতিষ্ঠিত হয়েছে। সৃজনশীলতার মধ্য দিয়ে পত্রিকাটি আরও এগিয়ে যাবে বলে সবাই আশাবাদ ব্যক্ত করেন।