রয়েল দত্ত: রাউজান পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের শাহনগর শরীফ বাড়িতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক ব্যক্তি নিহত হয়েছেন।নিহত ব্যক্তির নাম এহছান উল্লাহ (২৬)।রবিবার (৯ নভেম্বর) দুপুর ২টার দিকে উপজেলার ফকিরহাট সাপলংগা এলাকার মিঠা পুকুর পাড়ে এ দুর্ঘটনা ঘটে।এহছান উল্লাহ পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের শাহনগর শরীফ বাড়ির মো. লোকমানের ছেলে। দুই ভাই ও এক বোনের মধ্যে তিনি ছিলেন বড়।ফকির হাটে তার বাবার ব্যবসা চালাতেন তিনি।জানা যায়, দুপুরে পরিবারের প্রয়োজনে বাড়ির পাশে কাঁচা বাঁশ কাটছিলেন এহছান। হাতে থাকা বাঁশটি হঠাৎ পাশের পল্লী বিদ্যুতের খোলা তারে স্পর্শ করলে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে রাউজান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার মৃত্যুতে সমগ্র এলাকায় শোক বিরাজ করছে।