রয়েল দত্ত,রাউজান প্রতিনিধি: শিক্ষা হোক আলোর পথ, আগামীর বাংলাদেশ গড়ুক যথোপযুক্ত- এই প্রতিপাদ্যে, রাউজানের নোয়াপাড়ায় ৬ হাজার শিক্ষার্থীর মাঝে ১ বছরের পড়ালেখার খরচ বহন করার জন্য কোটি টাকা ব্যয়ে শিক্ষা বৃত্তি-২০২৫ প্রদান করেছে আলহাজ্ব জসিম উদ্দীন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান সংযুক্ত আরব আমিরাতের প্রবাসী ব্যবসায়ী আলহাজ্ব মোহাম্মদ জসিম উদ্দিন।গত ১লা সেপ্টেম্বর সোমবার নোয়াপাড়া উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এ বৃত্তি প্রদান অনুষ্ঠান হয়। এতে রাউজানের প্রায় ১৫০ টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা অংশ নেন। এ উপলক্ষে আয়োজিত আলোচনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফাউন্ডেশনের পরিচালক আলহাজ্ব জসিম উদ্দিনের বড় ভাই আলহাজ্ব মোহাম্মদ রফিক। আলহাজ্ব জসিম উদ্দিন ফাউন্ডেশনের প্রতিনিধি মাওলানা ফরিদুল ইসলাম আনসারী ও সাংবাদিক এস এম ইউসুফ উদ্দিনের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জিসান বিন মাজেদ।
এই সময় ভিডিও কনফারেন্সে বক্তব্য দিয়ে বৃত্তি প্রদান অনুষ্ঠান উদ্বোধন করেন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান সংযুক্ত আরব আমিরাতের বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব মোহাম্মদ জসিম উদ্দীন। এতে প্রধান আলোচক ছিলেন জেলা শিক্ষক সমিতির জৈষ্ঠ সহ-সভাপতি ও নোয়াপাড়া স্কুলের প্রধান শিক্ষক মোহাম্মদ হাবিব উল্লাহ মাস্টার।বিশেষ অতিথির বক্তব্য দেন রাউজান উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অং ছিং মারমা, রাউজান থানার অফিসার ইনচার্জ মোঃ মনিরুল ইসলাম ভুঁইয়া, রাউজান উপজেলা একাডেমিক সুপারভাইজার সজল চন্দ্র চন্দ, ফাউন্ডেশনটির পরিচালক মোখতার আহমদ, আবু তাহের, ইয়াসিনুল হক, ফারুকে আজম, সরোয়ার হোসাইন, আহমদুল হক, খসরুল আমিন চৌধুরী, ফাউন্ডেশনের ব্যবস্থাপক জাহেদুল ইসলাম প্রমুখ।
বক্তব্য দেন গহিরা কলেজ অধ্যক্ষ আবু রায়হান, ইমাম গাজ্জালী ডিগ্রী কলেজের অধ্যক্ষ আব্দুল জব্বার চৌধুরী, ইউনুছিয়া ফতহুল ইসলাম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা শেহাব উদ্দিন, পূর্ব গুজরা মুহাম্মদীয়া সুন্নিয়া মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আবু মোস্তাক আল কাদেরী, রাউজান উপজেলা শিক্ষক সমিতির আহবায়ক জামাল শাহ, গহিরা স্কুলের প্রধান শিক্ষক হাবিবুল হক, রাউজান আরআরএসি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোস্তাক আহমদ,বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থী নাদিয়া ইসলাম প্রমুখ।আলোচনা সভায় বক্তারা বলেন, শিক্ষার আলো ছড়িয়ে দিতে এ ধরণের উদ্যোগ ভবিষ্যৎ প্রজন্মকে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। প্রবাসী ব্যবসায়ী আলহাজ্ব জসিম উদ্দিনের মত একজন ব্যক্তি এত বিপুল পরিমাণ শিক্ষার্থীর দায়িত্ব নিয়ে সারা বছরের জন্য বৃত্তি দেয়ার এই উদ্যােগ দেশে বিরল বলে মন্তব্য করেন বক্তারা।ফাউন্ডেশন সূত্রে জানা যায়, এ প্রকল্পের আওতায় উপজেলার ৬৪টি মাধ্যমিক বিদ্যালয়, ১১টি কলেজ ও ৩৫টি মাদ্রাসার দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের বেতন,পরীক্ষার ফি সহ যাবতীয় শিক্ষার খরচ বহন করবে এ ফাউন্ডেশন।
এছাড়াও জসিম উদ্দিন স্মৃতি বৃত্তি প্রকল্পের সুবিধাভোগী শিক্ষার্থীদের থেকে এইচএসসি এবং আলিম পরীক্ষায় সারা রাউজানে সর্বোচ্চ বেশী নম্বর পাওয়া শিক্ষার্থীকে উচ্চ শিক্ষার সহায়তার জন্য ৩ লাখ টাকা, ২য় সর্বোচ্চ নম্বর পাওয়া শিক্ষার্থীকে ২ লাখ টাকা এবং তৃতীয় সর্বোচ্চ নম্বর পাওয়া শিক্ষার্থীকে ১ লাখ এবং এসএসসিতে সর্বোচ্চ নম্বর পাওয়া শিক্ষার্থীকে ২ লাখ টাকা, ২য় সর্বোচ্চ নম্বর পওয়া শিক্ষার্থীকে দেড় লাখ টাকা এবং সর্বোচ্চ তৃতীয় নম্বর পাওয়া শিক্ষার্থীকে ১ লাখ টাকার এক কালিন বৃত্তি প্রদান করা হবে।এছাড়া ফাউন্ডেশেন এর পক্ষ থেকে বিগত এক মাস আগে প্রায় ২০ কোটি টাকা ব্যয়ে নোয়াপাড়া একটি সড়ক আরসিসিসি ঢালাই করে দেওয়া হয়।