রয়েল দত্ত,রাউজান প্রতিনিধি:রাউজান উপজেলার ১১ নম্বর পশ্চিম গুজরা ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের মগদাই দক্ষিনকুল
আলা মিয়া মাতব্বর বাড়িতে মরহুম এজলাস মিয়ার পরিবারের উদ্যোগে পবিত্র জশনে জুলুসে ঈদ-এ-মিলাদুন্নবী (সাঃ) উদযাপন করা হয়েছে।আজিমুশশান মিলাদ মাহফিলে সভাপতিত্ব করেন সমাজসেবক আবুল কাশেম।উত্তর গুজরা বায়তুল উলুম সি. মাদ্রাসার নুরানি শাখার শিক্ষক মৌলানা মোহাম্মদ ইলিয়াসের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন প্রখ্যাত ওয়ায়েজিন হযরতুলহাজ্ব আল্লামা মিজানুর রহমান আলকাদেরী।বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন হাফেজ মাওলানা মুহাম্মদ হুমায়ুন কবির, উত্তর গুজরা বায়তুল উলুম সি. মাদ্রাসার মুদারিরস আল্লামা জাফর আহম্মদ মানিকী, চাঁন্দ মোল্লা জামে মসজিদের পেশ ইমাম মাওলানা গিয়াস উদ্দিন আলকাদেরী, সফর আলী জামে মসজিদের পেশ ইমাম মাওলানা জসিম উদ্দিন আলকাদেরী, মাওলানা আকতার হোসেন, মাওলানা ক্বারী জাকির আমিন, হাফেজ মোহাম্মদ আশরাফ।
অতিথি ছিলেন হাটহাজারী আলিফ হসপিটাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারের পরিচালক মোহাম্মদ জয়নাল আবেদীন, মোহাম্মদ আলী আজগরসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। মাহফিলে মিলাদ, ক্বিয়াম ও আখেরি মোনাজাত শেষে তাবরুক বিতরণ করা হয়।