রয়েল দত্ত,রাউজান প্রতিনিধি:রাউজান প্রেসক্লাবের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির সভাপতি প্রদীপ শীল,সাধারণ সম্পাদক নেজাম উদ্দিন রানাসহ সকল সদস্যদেরকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন গণসংহতি আন্দোলনের চট্টগ্রাম উত্তর জেলার সমন্বয়কারী ও চট্টগ্রাম ৬ রাউজান সংসদীয় আসনে গণসংহতি আন্দোলনের প্রার্থী নাছির উদ্দীন তালুকদার।১৩ জানুয়ারী মঙ্গলবার এক বিবৃতিতে তিনি বলেন,রাউজান প্রেসক্লাব দীর্ঘদিন ধরে পেশাদারিত্ব,সাহসিকতা ও নৈতিকতার সঙ্গে সংবাদ পরিবেশনের মাধ্যমে এলাকায় গণমাধ্যমের মর্যাদা অক্ষুণ্ণ রেখে চলেছে। জনগণের কথা তুলে ধরা, অন্যায়,অনিয়মের বিরুদ্ধে সত্য প্রকাশ এবং গণতান্ত্রিক মূল্যবোধ রক্ষায় প্রেসক্লাবের ভূমিকা প্রশংসনীয়। নবনির্বাচিত কমিটির নেতৃত্বে রাউজানের সাংবাদিক সমাজ আরও সংগঠিত ও শক্তিশালী হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। তিনি বলেন, একটি ভয়মুক্ত সমাজ গঠন, মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিতকরণ এবং জনস্বার্থে দায়িত্বশীল সাংবাদিকতা চর্চায় প্রেসক্লাব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। নবনির্বাচিত কমিটি সাংবাদিকদের অধিকার, পেশাগত নিরাপত্তা এবং গণমানুষের ন্যায্য দাবি তুলে ধরতে সক্রিয় থাকবে। পাশাপাশি রাউজানের সার্বিক উন্নয়ন,সামাজিক ন্যায়বিচার ও গণতন্ত্র প্রতিষ্ঠার ক্ষেত্রে প্রেসক্লাবের সঙ্গে গঠনমূলক সহযোগিতা অব্যাহত থাকবে বলে তিনি প্রত্যাশা ব্যক্ত করেন।