মোঃ আবু সুফিয়ান (বন্দর প্রতিনিধি): ছাত্র-জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে আওয়ামী লীগ সরকারের পতনের পর বিগত দেড় যুগের মধ্যে বর্তমানে সবচেয়ে উজ্জীবিত অবস্থায় রয়েছে বিএনপি। সব মিলিয়ে দলের নেতাকর্মীদের মধ্যে একটি চাঙ্গাভাব বিরাজ করছে। দেশের রাজনীতির ক্রান্তিলগ্নে ও দুঃসময়ে নারায়ণগঞ্জ-৫ আসনের সাবেক সাংসদ এডভোকেট আবুল কালাম নারায়ণগঞ্জ-সদর-বন্দরের বিএনপির হাল ধরে মাঠে ছিলেন সক্রিয়। তারই একনিষ্ঠ কর্মী হয়ে মিটিং মিছিল সহ দলের বিভিন্ন দিবস, সভা-সমাবেশেও সরব ছিলেন ছাত্রদল নেতা সুমন। দলের নেতাকর্মীদের সঙ্গে কথা বলে জানা যায়, ১৯৯০ সাল থেকে নারায়ণগঞ্জ-৫ আসনের সাবেক সাংসদ এডভোকেট আবুল কালাম একনিষ্ঠ কর্মী হয়ে মাঠে সক্রিয় ভুমিকা পালন করেছে। তিনি বন্দর থানা কদমরসূল ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি ছিলেন। দেশের রাজনীতির ক্রান্তিলগ্নেও আন্দোলন সংগ্রামে সক্রিয় ছিলেন। সাবেক ছাত্রদল নেতা সুমন বলেন, নারায়ণগঞ্জ-৫ আসনের সাবেক সাংসদ এডভোকেট আবুল কালাম এর নেতৃত্বে আমরা আন্দোলন সংগ্রামে ছিলাম। তারই পুত্র আবুল কাউছার আশাও রাজনীতির ক্রান্তিলগ্নে মাঠে ছিলেন। বিগত ১৬ বছর আবুল কালাম এবং তারই পুত্র আবুল কাউছার আশা হামলার-মামলার শিকার হয়েছেন। কারাবন্দী নেতাকর্মীদের কারামুক্তির ব্যবস্থা করেছেন। কখনও নিরপক্ষ নির্বাচনের দাবি, কখনও বেগম জিয়ার মুক্তি, আবার কখনও সরকারের পদত্যাগের স্লোগানে সোচ্চার থেকেছেন। বিগত সময়েও এডভোকেট আবুল কালাম এর সাথে একনিষ্ঠ কর্মী হয়ে মাঠে কাজ করেছি এবং ভবিষ্যতেও তার পাশে থেকে একনিষ্ঠ কর্মী হয়ে থাকবো।