মোঃ আলাউদ্দিন মন্ডল রাজশাহী:রাজশাহী মেডিকেল কলেজে আজ ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)–এর রাজশাহী জেলা ও মেডিকেল কলেজ শাখার উদ্যোগে এক জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সংগঠনের নেতৃবৃন্দ ও সদস্যদের উপস্থিতিতে একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়।
সভায় সর্বসম্মতিক্রমে বলা হয়, মিডফোর্ড হাসপাতালের একটি ঘটনা কেন্দ্র করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন ও দেশনায়ক তারেক রহমানকে জড়িয়ে বিভিন্ন সামাজিক মাধ্যমে যেসব অপপ্রচার চালানো হয়েছে, তা সম্পূর্ণ ভিত্তিহীন ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বে অবিশ্বাসী একদল অপশক্তি পরিকল্পিতভাবে এই অপপ্রচার চালাচ্ছে বলে মত দেন নেতারা। ড্যাব নেতৃবৃন্দ এ ঘটনার তীব্র প্রতিবাদ জানান এবং অপপ্রচারের বিরুদ্ধে সারাদেশে চিকিৎসক সমাজকে সোচ্চার থাকার আহ্বান জানান।
এছাড়া, সভায় সম্প্রতি রাজধানীর উত্তরা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে সংঘটিত দুর্ঘটনায় নিহতদের আত্মার মাগফেরাত কামনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত সকলে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করেন এবং মরহুমদের আত্মার শান্তি কামনা করেন।
এদিন ড্যাব নেতৃবৃন্দ আগামী ৬ আগস্ট “জুলাই গণঅভ্যুত্থান দিবস” উপলক্ষে রাজশাহী মেডিকেল কলেজ অডিটোরিয়ামে একটি আলোচনা সভা আয়োজনের ঘোষণা দেন। এই অনুষ্ঠানে ড্যাবের কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দসহ বিশিষ্ট চিকিৎসক ও বুদ্ধিজীবীরা উপস্থিত থাকবেন বলে জানানো হয়।
ড্যাব রাজশাহী মেডিকেল কলেজ শাখার এক নেতা বলেন, “আজকের সভা ছিল সময়োপযোগী ও গুরুত্বপূর্ণ। আমরা চিকিৎসক সমাজকে অপপ্রচারের জবাব দিতে এবং গণতন্ত্রের পক্ষে সোচ্চার ভূমিকা রাখতে উৎসাহিত করবো।”
উল্লেখ্য, রাজশাহী মেডিকেল কলেজের চিকিৎসকদের মধ্যে ড্যাব একটি গুরুত্বপূর্ণ সংগঠন হিসেবে দীর্ঘদিন ধরে কাজ করে আসছে। সংগঠনটি শুধু চিকিৎসা সেবায় নয়, সমাজ ও দেশের বিভিন্ন গণতান্ত্রিক কর্মকাণ্ডেও সক্রিয় ভূমিকা রেখে চলেছে।