লক্ষ্মীপুর প্রতিনিধি: শিমুল হোসেন, লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার চন্ডিপুর গ্রামে এক নৃশংস হত্যাকাণ্ডে এলাকাজুড়ে নেমেছে শোকের ছায়া। স্থানীয় ক্রোকারিজ ব্যবসায়ী মিজানুের মিজানের স্ত্রী ও কলেজে পড়ুয়া মেয়েকে বৃহস্পতিবার রাতে নিজ বাড়িতে জবাই করে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতে মিজানের বাড়ি থেকে চিৎকারের শব্দ শুনে প্রতিবেশীরা এগিয়ে আসে। পরে তারা ঘরে প্রবেশ করে মা ও মেয়েকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে। খবর পেয়ে রামগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
নিহতদের পরিচয়, মিজানের স্ত্রী (৩৮) এবং তাদের একমাত্র মেয়ে (১৮) যিনি স্থানীয় একটি কলেজে পড়তেন। পুলিশের প্রাথমিক ধারণা, এটি একটি পরিকল্পিত হত্যা। তবে হত্যার কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, “ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পারিবারিক বা ব্যবসায়িক বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে। তদন্ত চলছে। এই জোড়া হত্যাকাণ্ডে পুরো চন্ডিপুর গ্রাম ও আশপাশের এলাকায় নেমে এসেছে শোক ও আতঙ্কের ছায়া।