মোঃ শিমুল হোসেন, লক্ষ্মীপুর প্রতিনিধিঃ লক্ষ্মীপুরের রায়পুরে মেঘনা নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের উদ্যোগে রবিবার (৩ আগস্ট) দিনব্যাপী এক বিশেষ অভিযান পরিচালিত হয়েছে। অভিযানে নেতৃত্ব দেন রায়পুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ ইমরান খান। অভিযানে মেঘনা নদীর উত্তর চর বংশী ইউনিয়নের চরঘাসিয়া চান্দারখাল ও দক্ষিণ চরবংশী ইউনিয়নের ডাকাতিয়া নদী এলাকাসহ বিভিন্ন পয়েন্টে স্থাপিত অবৈধ শ্যালো ড্রেজার মেশিনগুলো জব্দ ও অপসারণ করা হয়।
মোট ১০টি ড্রেজার মেশিন অপসারণ করা হয়েছে। স্থানীয় সূত্র ও উপজেলা প্রশাসন জানায়, দীর্ঘদিন ধরে এসব এলাকায় ড্রেজার মেশিনের মাধ্যমে বালু উত্তোলন করা হচ্ছিল, যার ফলে নদীতীরবর্তী কৃষিজমি, রাস্তাঘাট ও বসতবাড়ি মারাত্মক ঝুঁকিতে পড়ে। নদীর তীরের ভাঙন তীব্রতর হচ্ছে, হুমকির মুখে পরিবেশ ও জনজীবন। অভিযান পরিচালনার সময় বালু উত্তোলনের সাথে জড়িত কেউ ধরা না পড়লেও, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে,
এই ধরনের অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। অভিযান পরিচালনায় সহযোগিতা করেন রায়পুর থানা পুলিশ, চরবংশী ইউনিয়ন ভূমি অফিস, উত্তর ও দক্ষিণ চরবংশী ইউনিয়ন পরিষদ এবং স্থানীয় গ্রাম পুলিশবাহিনী। উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ ইমরান খান বলেন, “নদীর স্বাভাবিক প্রবাহ, পরিবেশ রক্ষা এবং জনস্বার্থে অবৈধ বালু উত্তোলন বন্ধে আমাদের এই অভিযান চলমান থাকবে। কেউ আইন লঙ্ঘন করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।