1. [email protected] : Gk Russel : Gk Russel
  2. [email protected] : stnews :
রূপগঞ্জে আন্ডারপাস নির্মাণের দাবিতে বিক্ষোভ মানববন্ধন - শিক্ষা তথ্য
সোমবার, ০৫ মে ২০২৫, ১০:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
তিতাস ছাত্রদল নেতা আল-আমিন হকের বিরুদ্ধে ১০ লক্ষ টাকা চাঁদা দাবির অভিযোগ আড়াইহাজারে একরাতে চার বাড়িতে ডাকাতি, আহত ২ আড়াইহাজারে অপহরণ মামলায় গ্রেপ্তার ৩ ডেমরায় বসতবাড়ীতে হামলা ঘর লুটে নিয়েছে দুর্বৃত্তরা রূপগঞ্জে আন্ডারপাস নির্মাণের দাবিতে বিক্ষোভ মানববন্ধন ইউএনও মিজানুর রহমানের বদলী প্রত্যাহারের দাবিতে গলাচিপায় মানববন্ধন ও সমাবেশ দুর্নীতিবাজরা রাজনীতিতে সফল হয় না : মোমিন মেহেদী শ্রীপুরে জি.কে আইডিয়াল ডিগ্রী কলেজের নবগঠিত পরিচালনা পর্ষদের পরিচিতি অনুষ্ঠান রূপগঞ্জে সড়কে আন্ডারপাস নির্মাণের দাবিতে মানববন্ধন, বিক্ষোভ বাউফলেদুর্বৃত্তের দেয়া আগুনে পুড়ে ছাই গরু-ছাগলসহ অর্ধশত হাঁস-মুরগি

রূপগঞ্জে আন্ডারপাস নির্মাণের দাবিতে বিক্ষোভ মানববন্ধন

Reporter Name
  • Update Time : সোমবার, ৫ মে, ২০২৫
  • ১৭ Time View

স্টাফ রিপোর্টার: নারায়ণগঞ্জের রূপগঞ্জে মহাসড়কে আন্ডারপাস নির্মাণের দাবিতে সোমবার বেলা সাড়ে ১১টায় কয়েক হাজার শিক্ষার্থী ও এলাকাবাসী বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছেন। একই দাবিতে উপজেলার গোলাকান্দাইল ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে দেবগ্রাম-ভুলতা-মদনপুর সড়ক নির্মাণ প্রকল্পের পরিচালক ও ঢাকাস্থ সড়ক ও জনপথ বিভাগের প্রধান প্রকৌশলীর কাছে লিখিত আবেদন করেছেন। মানববন্ধনে অংশ নেয়া গোলাকান্দাইল ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নাসির মিয়া বলেন, দেবগ্রাম-ভুলতা-মদনপুর সড়ক নির্মাণ কাজ করা হচ্ছে। সড়কটি দুই লেন থেকে উন্নীত করে ৬ লেন করা হচ্ছে। ব্যস্ততম এ সড়ক নির্মাণ করা হলে গোলাকান্দাইল-বালিয়াপাড়া সড়কটি বন্ধ হয়ে যাবে। তাছাড়া এ সড়ক পথে দৈনিক শত শত ছোট-বড় যানবাহন চলাচল করে থাকে।

বাইপাস সড়কের উভয়পাশে বসবাসরত কয়েক হাজার শিক্ষার্থী প্রতিদিন দেবগ্রাম-ভুলতা-মদনপুর সড়ক পারাপার হয়ে শিক্ষাপ্রতিষ্ঠানে যাতায়াত করে। গুরুত্বপূর্ণ এ সড়কে রূপগঞ্জের গোলাকান্দাইল ভুমি অফিস সংলগ্ন স্থানে একটি আন্ডারপাস নির্মাণ খুবই জরুরি। তিনি আরো বলেন, চলতি বছর ২৪ এপ্রিল তেজগাঁও সড়ক ভবনের প্রকল্প পরিচালক এবং ২০২৪ সালে ৬ মার্চ সড়ক ও জনপথ বিভাগের প্রধান প্রকৌশলীর কাছে লিখিত আবেদন করা হয়েছে। তারপরও কোনো গুরুত্ব না দেয়ায় সোমবার এলাকার কয়েক হাজার শিক্ষার্থী ও এলাকাবাসী আন্ডারপাস নির্মাণের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালন করেন। ঢাকা বাইপাস সড়কের উভয়পাশে একটি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, দুটি প্রাথমিক বিদ্যালয়, ৪টি কিন্ডারগার্টেন, ৩টি মাদ্রাসা ও এতিমখানা, হাজার বছরের গোলাকান্দাইল হাট-বাজার, ৬টি মসজিদ রয়েছে।

এ সড়ক পারাপার হতে গিয়ে যানবাহনের নিচে চাপা পড়ে গত ৪ বছরে ৩জন নিহত হয়েছেন। এ জনদুর্ভোগ নিরসনে একটি আন্ডারপাস নির্মাণ খুবই জরুরি বলে এলাকাবাসী দাবি করেন। মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন- গোলাকান্দাইল মজিবর রহমান ভুঁইয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রীনা আক্তার, সাপ্তাহিক আমাদের রূপগঞ্জ পত্রিকার সম্পাদক ও প্রকাশক মো. হানিফ মোল্লা, গোলাকান্দাইল ইউপি সদস্য তপন ঘোষ, জামাল হোসেন, নুরজাহান বেগম, গোলাকান্দাইল ইউনিয়ন বিএনপির সহসভাপতি রজব আলী ফকির, শাহিন মিয়া, রমজান মিয়া, গোলাকান্দাইল উত্তরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোস্তাক মোল্লা, সমাজকর্মী জামান মিয়া সহ আরো অনেকে।

পরে বিক্ষোভকারীরা ঢাকা বাইপাস সড়কে বিক্ষোভ মিছিল করে গোলচত্বর গিয়ে শেষ করেন। রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল ইসলাম জানান, এলাকাবাসীর দাবি যৌত্তিক। ঢাকা বাইপাস সড়কের গোলাকান্দাইল এলাকায় একটি আন্ডারপাস নির্মাণের জন্য সড়ক ও জনপথ বিভাগে লিখিত আকারে দাবি জানানো হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি