মোঃ আবু কাওছার মিঠু, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা পর্যায়ে জাতীয় শিশু-কিশোর ও ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে সনদপত্র ও পুরস্কার বিতরণ করা হয়েছে। গতকাল ১৭নভেম্বর সোমবার উপজেলা মডেল মসজিদের সাংস্কৃতিক কেন্দ্রে ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত পুরস্কার বিতরণী সভায় সভাপতিত্ব করেন ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজর মহিউদ্দিন।
পুরস্কার বিতরণী সভায় বক্তব্য রাখেন রূপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাইফুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ সিদ্দিক নুর আলম, বাংলাদেশ টেলিভিশনের ইসলামী আলোচক আলহাজ্ব মুফতি মোঃ ওবায়দুল হক প্রমুখ।
পরে জাতীয় শিশু-কিশোর ও ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগীতায় বিজয়ীদের মধ্যে সনদপত্র ও পুরস্কার বিতরণ করা হয়।