মোঃ আবু কাওছার মিঠু, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: বাংলাদেশ স্পেশালাইজড টেক্সটাইল মিলস অ্যান্ড পাওয়ারলুম ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশন (বিএসটিএমপিআইএ) এর ২০২৪–২৫ মেয়াদের বিনা-প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি নির্বাচিত হয়েছেন রূপগঞ্জের কৃতি সন্তান নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সরকারি মুড়াপাড়া কলেজের সাবেক ভিপি গোলাম ফারুক খোকন। ১৬ নভেম্বর রবিবার রাজধানীর পল্টন টাওয়ারে অবস্থিত বাংলাদেশ স্পেশালাইজড টেক্সটাইল মিলস অ্যান্ড পাওয়ারলুম ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশন কার্যালয়ে সংগঠনটির নির্বাচনী ফলাফল ঘোষণা মাধ্যমে তাকে সভাপতি ঘোষণা করা হয়।
সংগঠনের ইতিহাসে অন্যতম কর্মদক্ষ ও শিল্পবান্ধব নেতা হিসেবে পরিচিত গোলাম ফারুক খোকন দায়িত্ব গ্রহণের মাধ্যমে শিল্পখাতে নতুন গতি সঞ্চারের প্রত্যাশা করছেন সংশ্লিষ্টরা।

নির্বাচনী ফলাফলে জানা যায়, গঠনতন্ত্র অনুযায়ী শান্তিপূর্ণভাবে সমস্ত মনোনয়নপর্ব, যাচাই-বাছাই এবং চূড়ান্ত তালিকা প্রকাশ শেষে সভাপতি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন তিনি। তার সঙ্গে নতুন কমিটিতে সিনিয়র ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পেয়েছেন মাহবুবুর রহমান মনির। ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পেয়েছেন সুলতান মাহমুদ ডলার, লোকমান হোসেন, ফজলুল হক পাটোয়ারী। পরিচালক হিসেবে দায়িত্ব পেয়েছেন আলহাজ্ব এমএ বাকি, মোহাম্মদ হারুন অর রশিদ, আবু আহসান ফারুক ভুইয়া, লোকমান হোসেন, রুহুল আমিন, মোঃ আনোয়ার হোসেন, মোঃ শফিকুল ইসলাম, মোঃ হোসেন, মোঃ আল আমিন, জাকির হোসেন, কবির হোসেন, মোঃ মোজাম্মেল হক, জামান মিয়া, সাইফুল ইসলাম, মোঃ রোবেল মিয়া, মকবুল হোসেন, মোঃ মনজুরুল হক ভুইয়া, ইসলাম হোসেন, তরিকুল ইসলাম, শংকর সাহা।
নির্বাচনী ফলাফল অনুষ্ঠানে বাংলাদেশ স্পেশালাইজড টেক্সটাইল মিলস অ্যান্ড পাওয়ারলুম ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশনের নব গঠিত কমিটি ও সাবেক কমিটির সদস্যগণ উপস্থিত ছিলেন।
রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: