1. [email protected] : Gk Russel : Gk Russel
  2. [email protected] : stnews :
রূপগঞ্জে ছাত্রদলের দুই নেতাকে আ’লীগের মামলায় অভিযুক্ত - শিক্ষা তথ্য
শনিবার, ১৭ মে ২০২৫, ০৯:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
খেলাধুলার মাধ্যমেই মাদককে গুডবাই জানাতে হবে-নারগিছ মাকসুদ রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাব ক্রিকেট টুর্ণামেন্টে সাধারণ সম্পাদক একাদশ বিজয়ী রাজশাহী বিভাগের ডেসটিনি বিনিয়োগকারী ও ক্রেতা-পরিবেশক ঐক্য ফোরাম (ডিডাফ) সাপ্তাহিক মিটিং অনুষ্ঠিত বিশ্ব উচ্চ রক্তচাপ দিবস ২০২৫ উদযাপন করলো খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ এন্ড হাসপাতাল চৌহালীতে জেলেদের মাঝে বকনা বাছুর বিতরণ  রূপগঞ্জে ছাত্রদলের দুই নেতাকে আ’লীগের মামলায় অভিযুক্ত রূপগঞ্জ সংস্কারের প্রত্যয়ে ইমাম সম্মেলন সততা ও নিষ্ঠা ব্যবসার মূলধন -মুহাম্মদ শহীদুল ইসলাম ফুলপুরে মাদকের উপর অভিযান পরিচালনা করে মাদক কারবারি রিপনকে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান হাবিব মেম্বারের নেতৃত্বে জাকির খানকে ফুলেল অভ্যর্থনা

রূপগঞ্জে ছাত্রদলের দুই নেতাকে আ’লীগের মামলায় অভিযুক্ত

Reporter Name
  • Update Time : শনিবার, ১৭ মে, ২০২৫
  • ৪০ Time View

স্টাফ রিপোর্টার: রূপগঞ্জের গোলাকান্দাইল ইউনিয়ন ছাত্রদলের দুই নেতাকে সন্দেহজনক আটকের পর আওয়ামী লীগের হামলার ঘটনায় দায়েরকৃত মামলায় অভিযুক্ত দেখিয়ে আদালতে প্রেরণ করেছে থানা পুলিশ। শনিবার (১৭ মে) দুপুরে গোলাকান্দাইল ইউনিয়ন ছাত্রদল নেতা হৃদয় ও মিঠুনকে আদালতে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মাঝে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। জানা গেছে, রূপগঞ্জ থানা পুলিশ বিশেষ অভিযান চালানোর নামে আওয়ামী লীগ ও বিএনপির নেতাকর্মীদের আটক করছে। পরে আটকদের কাছ থেকে লাখ লাখ টাকা বাণিজ্য করে বিভিন্ন পেনডিং মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করছে।

ইতিমধ্যে বাগবেড় এলাকার রুহুল আমিনের কাছ থেকে ১ লাখ টাকা নিয়ে বিস্ফোরক মামলায় ও পরে আরো একটি মারামারির মামলায় গ্রেপ্তার দেখিয়ে হাজতে প্রেরণ করে। মুড়াপাড়া এলাকা থেকে রফিকুল নামে আরেক যুবলীগ নেতাকে আটক করে ২ লাখ টাকা নিয়ে থানা পুলিশ বিস্ফোরক মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করে। একই কায়দায় রূপগঞ্জের বহু নেতাকর্মীর কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নেয়। গত শুক্রবার রাতে রূপগঞ্জের মাহনা এলাকার হেফাজল মিয়ার ছেলে গোলাকান্দাইল ইউনিয়ন ছাত্রদল নেতা মিঠুন (৩৫), আকতার মিয়ার ছেলে ছাত্রদল নেতা মো. হৃদয় (২৮) কে সেনা সদস্যরা আটক করে।

পরে তাদের সন্দেহজনক আটক করা হয়েছে মর্মে রূপগঞ্জ থানায় সোর্পদ করে। পরে পুলিশ ছাত্রদলের ওই দুই নেতা হৃদয় ও মিঠুনকে রবিন টেক্স গ্রুপের উচ্ছৃঙ্খল ও বিশৃঙ্খলা সৃষ্টিকারী হিসেবে দায়েরকৃত মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে প্রেরণ করে। এ সময় তাদের ৭দিনের রিমান্ডও চাওয়া হয়। আটক হৃদয়ের মামা দিল মোহাম্মদ জানান, পুলিশের দাবিকৃত টাকা না দেয়ায় আওয়ামী লীগ নেতা বানানোর চেষ্টা করছে পুলিশ। অথচ হৃদয়ের নেতৃত্বে ছাত্রদলের শত শত নেতাকর্মী বিএনপির রাজনীতি করছে। রূপগঞ্জ থানা পুলিশের প্রতি এলাকাবাসী অতিষ্ঠ হয়ে ওঠছে।

তাছাড়া আওয়ামী লীগ নেতাকর্মীরা এলাকায় প্রকাশ্যে ঘুরে বেড়ালেও পুলিশ রহস্যজনক কারণে তাদের গ্রেপ্তার না করে বিএনপির নেতাকর্মীদের গ্রেপ্তার করছে। রূপগঞ্জ থানার এসআই সৈয়দ জাকির হোসেন জানান, এলাকাবাসীর অভিযোগে হৃদয় ও মিঠুনকে সেনা সদস্যরা আটক করে পুলিশে দেয়। রবিন টেক্সের হামলায় ঘটনায় তারা জড়িত ছিল কিনা জানতে চাইলে তিনি কথা বলতে রাজি হননি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি