মোঃ আবু কাওছার মিঠু রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃনারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার জাতীয় নাগরিক পার্টি(এনসিপির) কর্মীদের উপর পূর্ব শত্রুতার জের ধরে গত ১৮জুলাই শুক্রবার বিকেলে প্রতিপক্ষের সন্ত্রাসীরা হামলা চালিয়ে মারধর ও ভাংচুর করেছে।
পুলিশ জানায়, গত ১৮জুলাই জাতীয় নাগরিক পার্টির রূপগঞ্জ উপজেলার কর্মীরা নারায়ণগঞ্জের জুলাই এর পদযাত্রা সভায় অংশগ্রহন করে। সেখানে মোবাইল ফোন চুরির ঘটনায় চনপাড়া এলাকার অজ্ঞাত এক ব্যাক্তিকে তারা আটক করে। এর জের ধরে নারায়ণগঞ্জ থেকে ফেরার পথে রূপসী এলাকায় উক্ত যুবক ও তার ৩৫/৪০জন সহযোগী সন্ত্রাসীরা বাঁশের লাঠি, কাঠের ডাসা, লোহার পাইপ, সুইচ গিয়ার, ধারালো ছুরিসহ দেশীয় অস্ত্রেশস্ত্রে সজ্জিত হয়ে তাদের উপর হামলা চালায়।
হামলায় এনসিপির কর্মী শান্ত মিয়া(২০), শাওন মিয়া(১৯) ও সামিউর(২৫) আহত হয়। এসময় জাতীয় নাগরিক পার্টির কর্মীদের বহনকারী বাসের ৫টি জানালা ও দুইটি সিট ভাংচুরসহ ২৫ হাজার টাকার ক্ষতিসসাধন করে। একপর্যায়ে তাদের ডাক চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসলে প্রাণনাশের হুমকি দিয়ে সন্ত্রাসীরা পালিয়ে যায়। পরে আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ ব্যাপারে জাতীয় নাগরিক পার্টির রূপগঞ্জ উপজেলা শাখার কর্মী ইফতেখার ভুঁইয়া রিদ্বীন বাদী হয়ে অজ্ঞাত ৩৫/৪০জনকে আসামী করে রূপগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
রূপগঞ্জ থানা ওসি মোহাম্মদ তরিকুল ইসলাম বলেন, এ ঘটনায় রূপগঞ্জ থানায় লিখিত অভিযোগ করা হয়েছে। সন্ত্রাসীদের গ্রেফতারে পুলিশ তৎপর রয়েছে। সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।