মোঃ আবু কাওছার মিঠু রুপগঞ্জ (নারায়ণগঞ্জ)প্রতিনিধিঃরূপগঞ্জে ঢাকা সিলেট মহাসড়কের ফুটপাত দখলমুক্ত করার নামে প্রশাসনের অভিযান চলছে কেবল আনুষ্ঠানিকতা হিসেবে। প্রতিবারের মতো গত ২৪ অক্টোবর উপজেলা প্রশাসন এক যৌথ অভিযান চালিয়ে কয়েক ঘণ্টার জন্য হকার ও অবৈধ দখলদারদের সরিয়ে দেওয়া হলেও, পরদিনই তারা আগের জায়গায় ফিরে আসে। এতে সাধারণ পথচারীদের দুর্ভোগ কমার বদলে আরও বেড়েছে।
স্থানীয়রা অভিযোগ করে বলেন, উচ্ছেদ অভিযানের সময় কিছু দোকান বা হকারকে সরানো হলেও, পরবর্তীতে “মৌখিক অনুমতি” বা “লেনদেনের মাধ্যমে” তারা আবার জায়গা দখল করে নেয়। ফলে ফুটপাতের আসল রূপ ফিরে পায় না।
এক পথচারী বলেন, “প্রতিবার উচ্ছেদ হয়, আবার তারা ফিরে আসে। মনে হয় শুধু ছবি তোলার জন্যই অভিযান চলে।”
বাণিজ্যিক এলাকাগুলো—বিশেষ করে ভুলতা ও গাউছিয়া এলাকায়—ফুটপাতের অবস্থা সবচেয়ে নাজুক। প্রশাসন ও স্থানীয় জনপ্রতিনিধিরা বলছেন, “নিয়মিত তদারকি না থাকায় এ সমস্যা আবার ফিরে আসে।”
এ বিষয়ে স্থানীয় প্রশাসনের এক কর্মকর্তা বলেন, “আমরা অভিযান চালাচ্ছি, কিন্তু টেকসই সমাধানের জন্য রাজনৈতিক সদিচ্ছা ও নিয়মিত নজরদারি প্রয়োজন।”
সাধারণ মানুষ মনে করেন, ভুলতা এলাকায় ভুলতা পুলিশ ফাঁড়ি ও হাইওয়ে পুলিশ ক্যাম্প থাকার পরেও মহাসড়কের চিত্র কেন এমন থাকবে।
প্রকৃতপক্ষে যদি প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী কঠোর অবস্থান নেয়, তাহলে ফুটপাত ফিরে পাবে তার মূল উদ্দেশ্য—পথচারীর নিরাপদ চলাচল।