1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
রূপগঞ্জে বছরের প্রথম দিনে নতুন বই পেয়ে শিক্ষার্থীদের মুখে হাসি - শিক্ষা তথ্য
শুক্রবার, ০২ জানুয়ারী ২০২৬, ০৮:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
হলফনামা তো নয় যেন দুর্নীতিনামা : মোমিন মেহেদী মাসুদুজ্জামান’র উদ্যোগে নাসিক ১২নং ওয়ার্ডে না’গঞ্জ মহানগর বিএনপি’র দোয়া ও শীতার্তদের মাঝে কম্বল বিতরণ সিদ্ধিরগঞ্জ শোক মঞ্চে খালেদা জিয়া’র রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত আমাকে নির্বাচিত করলে নান্দাইলের মানুষ এমপি হবে, আমি হবো পাহারাদার, নান্দাইলের এমপিপ্রার্থী এডভোকেট চান রূপগঞ্জে বছরের প্রথম দিনে নতুন বই পেয়ে শিক্ষার্থীদের মুখে হাসি জাতীয় পার্টি ৪০তম প্রতিষ্টা বার্ষিকী উপলক্ষে পটিয়ায় দোয়া মাহফিল বেলকুচিতে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আহত শরীর নিয়েই নতুনধারার ১৩ বছরে পদার্পনের কেক কাটলেন মোমিন মেহেদী কলাপাড়ায় ৪১ হাজার ২’শত ৮৯ জন শিক্ষার্থী পেলো নুতন বই খালেদা জিয়ার জানাজায় গিয়ে মৃত্যু নিরব হোসেনের দাফন সম্পন্ন

রূপগঞ্জে বছরের প্রথম দিনে নতুন বই পেয়ে শিক্ষার্থীদের মুখে হাসি

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২ জানুয়ারি, ২০২৬
  • ১৮ Time View

মোঃ আবু কাওছার মিঠু রূপগঞ্জ(নারায়ণগঞ্জ)প্রতিনিধি: নারায়ণগঞ্জের রূপগঞ্জে বছরের প্রথম দিনে নতুন বই পেয়ে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা। উপজেলার ১১৫টি প্রাথমিক বিদ্যালয়, ৩৩টি মাধ্যমিক বিদ্যালয়, এবতেদায়ী মাদ্রাসা ও কিন্ডারগার্টেনের সকল শিক্ষার্থীদের মাঝে নতুন বই বিতরণ করা হয়। বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে তিনদিনের রাষ্ট্রীয় শোক দিবস পালন করায় বই উৎসব পালিত না হলেও বৃহস্পতিবার (১ জানুয়ারি) শিক্ষাবছরের প্রথম দিন শিক্ষার্থীদের হাতে তুলে দেয়া হয় নতুন বই। উপজেলার কয়েকটি বিদ্যালয় ঘুরে দেখা যায়, শীতের কনকনে ঠাণ্ডা বাতাস উপেক্ষা করেই শিশুরা স্কুলে এসেছে বই নিতে। বছরের প্রথম দিন বিদ্যালয়ে এসে নতুন বই হাতে পেয়ে আনন্দে আত্মহারা শিক্ষার্থীরা। তাদের উচ্ছ্বাস আর উল্লাসে মুখর হয়েছে সব শিক্ষা প্রতিষ্ঠান। আকর্ষণীয় ও দৃষ্টি নন্দিত নতুন বই হাতে পেয়ে প্রাথমিক ও মাধ্যমিক স্তরের শিশুরা উল্টেপাল্টে দেখেছে কি কি আছে বইয়ের পাতায়।

নতুন পাঠ্যবই পেয়ে শিশুদের আনন্দ ও প্রাণখোলা হাসি নজর জুড়ানো। মেয়ের বইয়ের ব্যাগ হাতে নিয়ে দাঁড়িয়ে থাকা এক শিক্ষার্থীর মা বলেন, এ আনন্দ প্রকাশ করার নয়। ছেলে-মেয়ে যখন নতুন শ্রেণীতে উত্তীর্ণ হয় তখন যেমন আনন্দ তেমনি আনন্দ হয় তাদের নতুন বই হাতে পাওয়ার পরও। আজও তেমন আনন্দ হচ্ছে। মেয়ের ভবিষ্যৎ যেন উজ্জ্বল হয় সেই দোয়া করবেন। মাহমুদাবাদ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহনাজ পারভীন বলেন, প্রতি বছরের ন্যায় শিক্ষা বর্ষের প্রথম দিনে কোমলমতি শিক্ষার্থীদের হাতে বই তুলে দেওয়া সত্যিই আনন্দের বিষয়। একজন শিক্ষক হিসেবে শিশুদের এই আনন্দ আমার কাছে অনুপ্রেরণা।

মীরকুটিরছেও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ মামুন মিয়া বলেন, নতুন বই শিশুদের জন্য নতুন বছরের উপহার। নতুন বই শিশুকে উজ্জীবিত ও অনুপ্রাণিত করে। বানিয়াদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ হান্নান মিয়া বলেন, তীব্র শীত উপেক্ষা করেও নতুন বই পাওয়ার জন্য শিশুরা বিদ্যালয়ে উপস্থিত হয়েছে। প্রতি বছর শিশুদের এই আনন্দ ছড়িয়ে পড়ে অভিভাবকদের মাঝেও। নতুন বইয়ের ঘ্রানে তাদের প্রাণে জাগে অনাবিল আনন্দ। প্রাথমিক শিক্ষা অফিসার কানিজ ফাতেমা বলেন, তিনদিনের রাষ্ট্রীয় শোকের মাঝেও প্রাথমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের মাঝে প্রতি বছররের ন্যায় এবছরও ১ম দিনে সরকারের পক্ষ থেকে নতুন বই তুলে দেয়া হয়েছে। নতুন বই পেয়ে শিশুরাও উচ্ছসিত।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি