মোঃ আবু কাওছার মিঠু রূপগঞ্জ নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জে ভুয়া অনলাইন অ্যাপস VBSZ–এর মাধ্যমে লাভের প্রলোভন দেখিয়ে ৮ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। দাউদপুর ইউনিয়নের দেবই এলাকার ফিরোজ মিয়ার ছেলে মোঃ বাবু রূপগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেন।
অভিযুক্ত ব্যাক্তি আবু ছালেহ ও তার স্ত্রী ফেরদৌসি আক্তার রুমাসহ মোট পাঁচজন চক্রের সদস্য এবং তাদের অজ্ঞাত সহযোগীরা VBSZ অ্যাপসের এজেন্ট পরিচয় দিয়ে ভিডিও শেয়ার করে মুনাফা দেওয়ার কথা বলে দাউদপুর এলাকাসহ রুপগঞ্জের বিভিন্ন ব্যাক্তির কাজ প্রায় ৮ লাখ টাকা হাতিয়ে নেয় এবং ভুক্তভোগী বাবুকে তার আত্মীয়-স্বজনসহ বহু মানুষকে সদস্য হতে প্ররোচনা দেয়।
অভিযোগকারীসহ প্রায় ১৫–২০ জন মিলে পাওনা টাকা চাইতে গেলে আবু ছালেহ তার সন্ত্রাসী বাহিনী দিয়ে ভয়ভীতি ও হুমকি দেয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। এ ব্যাপারে রুপগঞ্জ থানার তদন্ত ওসি বলেন থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে। পুলিশ বিষয়টি তদন্ত করছে।