1. [email protected] : Gk Russel : Gk Russel
  2. [email protected] : stnews :
রূপগঞ্জে যানজট নিরসনে শতাধিক শিক্ষার্থী ও স্বেচ্ছাসেবীর দায়িত্ব পালন - শিক্ষা তথ্য
মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ০১:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
কলাপাড়ায় নিজ প্রতিষ্ঠান থেকে ব্যাবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার কলাপাড়ায় নিজ প্রতিষ্ঠান থেকে ব্যাবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার রূপগঞ্জে সন্ত্রাসীদের হামলায় আহত যুবদল নেতা শান্ত সরকারের মৃত্যু, এলাকাবাসীর বিক্ষোভ ফডুল্লা আওয়ামী লীগের নেতাকর্মী সন্দেহ ৭ জন আটক চীনের বিশেষায়িত হাসপাতাল ও ৬ লেন রাস্তার দাবীতে কুয়াকাটায় মানববন্ধন রুপগঞ্জে তাঁতবাজার মার্কেট ব্যবসায়ী কল্যান সমিতির নবগঠিত কমিটি’র পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠিত মাগুরার শিশু আছিয়ার ধর্ষণ ও হত্যা মামলায় আদালতে চার্জশিট গ্রহণ ওয়াসার পানিতে দুর্গন্ধ, বিশুদ্ধ পানি অভাব সাংবাদিকতা বনাম রাজনীতি: পেশাদারিত্বের ভারসাম্যে সমাধানের সন্ধান বন্দরে স্বাস্থ্য কমপ্লেক্সে শাহজাহান মোল্লার বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ

রূপগঞ্জে যানজট নিরসনে শতাধিক শিক্ষার্থী ও স্বেচ্ছাসেবীর দায়িত্ব পালন

Reporter Name
  • Update Time : শনিবার, ২২ মার্চ, ২০২৫
  • ৪৩ Time View

মোঃ আবু কাওছার মিঠু রূপগঞ্জ(নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ ঢাকা-সিলেট মহাসড়কের রূপগঞ্জের ভুলতা গাউছিয়া, কাঞ্চন সেতু, মুড়াপাড়া, রূপসী, তারাবো, ফজুরবাড়িসহ আশপাশের এলাকার যানজট নিরসনে শতাধিক শিক্ষার্থী ও স্বেচ্ছাসেবী দায়িত্ব পালন করেছেন। রূপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাইফুল ইসলাম এ ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করেছেন। যানজট নিরসনে শিক্ষার্থী ও স্বেচ্ছাসেবীরা সফলও হয়েছেন। সরেজমিনে গিয়ে দেখা গেছে, ঈদ উপলক্ষে জমে ওঠা রূপগঞ্জের মার্কেট, শপিংমল, অভ্যন্তরিণ সড়কগুলো ব্যস্ত। লোকে লোকারণ্য। জনগুরুত্বপূর্ণ স্থানে সৃষ্টি হচ্ছে যানজট। কখনো যানজট রূপ নিচ্ছে তীব্র ও স্থায়ী যানজটে। থেমে থেমে চলছে গাড়ির চাকা। ব্যাহত হচ্ছে স্বাভাবিক যান চলাচল। ক্ষতিগ্রস্থ হচ্ছে কর্মক্ষম মানুষ। তাতে অপচয় হচ্ছে অর্থের। নষ্ট হচ্ছে সময়। ভোগান্তিতে পড়ছে ঘরমুখী সাধারণ মানুষ। ঠিক এমন সময়ই মানুুষের ভোগান্তি লাগবে যানজট নিরসনে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম। পুরো উপজেলায় প্রতিটি মোড়, চৌরাস্তা ও গুরুত্বপূর্ণ স্থানগুলোতে নিয়োগ দিয়েছেন শতাধিক স্বেচ্ছাসেবী ট্রাফিক। ফলে কমেছে যানজট।

কিছুটা স্বস্তি নিয়ে নির্বিঘ্নে যাতায়াত করছেন মানুষ। রূপগঞ্জ উপজেলা প্রশাসনের লোগো সম্বলিত হলুদ-টিয়া রংয়ের কটি পরিহিত এক হাতে ছাতা, অন্য হাতে বাঁশি নিয়ে এসকল শিক্ষার্থী ও স্বেচ্ছাসেবীরা কাজ করছেন সকাল থেকে রাত পর্যন্ত। রাতে জ¦লছে হাতে থাকা লাইট। নিয়োজিত সবাই স্কুল-কলেজ ও বিশ^বিদ্যালয় শিক্ষার্থী। দায়িত্ব পালন করছেন স্থানীয় বিভিন্ন সামাজিক সংগঠনের স্বেচ্ছাসেবীরাও। ঢাকার উপকণ্ঠে অবস্থিত রূপগঞ্জ উপজেলা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখানে গড়ে ওঠেছে শতশত শিল্পকারখানা, পাইকারী বাজার, হাসপাতাল, শিক্ষা প্রতিষ্ঠানসহ নানা রকম গুরুত্বপূর্ন স্থাপনা। কর্মসংস্থানের সুবিধা থাকায় স্থানীয় মানুষের পাশাপাশি লক্ষ লক্ষ কারখানা ও গার্মেন্টের শ্রমিক ও কর্মচারী এখানে বসবাস করেন। দেশের বিভিন্ন প্রান্তের মানুষ এখানে বাণিজ্য করতে আসে। রূপগঞ্জ উপজেলার উপর দিয়ে বয়ে চলা নির্মাণাধীন ঢাকা-সিলেট মহাসড়ক ও গাজীপুর-মদনপুর বাইপাস সড়ক, কাঞ্চন ব্রিজ থেকে ডেমরা সড়কের সম্প্রসারণের কাজ চলছে। একদিকে সড়ক প্রশস্তকরণের কাজ চলমান। অন্যদিকে প্রয়োজনীয় বিকল্প রাস্তা না থাকায় যানবাহনের স্বাভাবিক চলাচল ব্যাহত হচ্ছে।

আসন্ন ঈদকে ঘিরে জমে ওঠেছে ভুলতা গাউছিয়া পাইকারী কাপড়ের হাট। পিছিয়ে নেই স্থানীয় হাটবাজারগুলো। সারা দেশের ব্যবসায়ীরা ছুটে আসছেন এখানে। কারখানার শ্রমিকদের সড়ক পারাপার, বেতন-ভাতার দাবীতে সড়ক অবরোধ, যত্রতত্র গাড়ি পার্কিং, যাত্রী উঠানামাসহ নানা কারণেই সৃষ্টি হচ্ছে যানজট। এই যানজট ছড়িয়ে পড়ছে উপজেলার অব্যন্তরিণ সড়কে। তাতে ভোগান্তিতে পড়ছেন সাধারণ মানুষ। দেশের পূর্বাঞ্চলীয় ১৮জেলার মানুষ এই উপজেলার উপর দিয়ে রাজধানী ঢাকার অভিমুখে যাতায়াত করে। রূপগঞ্জ উপজেলায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য আরো বৃদ্ধি করা প্রয়োজন। নিঃস্বার্থ সমাজকল্যাণ যুব সংগঠনের প্রতিষ্ঠাতা ইফতেখার ভুইয়া রিদ্বীন জানান, শতাধিক স্বেচ্ছাসেবী সাধারণ মানুষের নির্বিঘেœ ও নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে কাজ করছি। আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি স্বেচ্ছাসেবীরা দায়িত্ব পালন করছে। তাতে যত্রতত্র গাড়ি পার্কিং ও গাড়িতে মালামাল উঠা-নামাসহ বেশ কিছু অনিয়ম বন্ধ হয়েছে।

রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবী ঐক্য পরিষদের সভাপতি নজরুল ইসলাম বলেন, শিক্ষার্থী ও স্বেচ্ছাসেবীদের ট্রাফিক দায়িত্ব পালনে যানজট নিরসনের পাশাপাশি চাঁদাবাজি. ছিনতাইসহ অপরাধ প্রবণতা হ্রাস পেয়েছে। রূপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি এম এমোমেন বলেন, রূপগঞ্জে মহাসড়ক ও অভ্যন্তরিণ সড়কের যানজট নিরসনে এবারই প্রথমবারের মতো কোনো উপজেলা নির্বাহী অফিসার ব্যতিক্রমধর্মী উদ্যোগ গ্রহণ করেছেন, প্রশংসিত হয়েছেন। তাতে পথচারী, ঈদে ঘর ফেরা মানুষ ও পরিবহন যাত্রীরা সুফল পাচ্ছে। রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম বলেন, এবারের রমজান মাস ও ঈদে ভোগান্তি ছাড়া মানুষের স্বাভাবিক চলাচল নিশ্চিত করতেই এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। ঈদের দিন পর্যন্ত শিক্ষার্থী ও স্বেচ্ছাসেবীরা সড়কে ট্রাফিকের দায়িত্ব পালন করবে। তাদের অধিকাংশই স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি