1. [email protected] : Gk Russel : Gk Russel
  2. [email protected] : stnews :
রূপগঞ্জে যুবদল নেতা শান্ত সরকারের হত্যাকারীদের গ্রেফতার ও শাস্তির দাবিতে মানববন্ধন, বিক্ষোভ - শিক্ষা তথ্য
মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ০৯:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
ঠাকুরগাঁওয়ে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে মানববন্ধন তথ্য চাওয়ায় কালেরকণ্ঠের প্রতিনিধিকে ১০ দিনের কারদন্ড ; বিএমএসএফের প্রতিবাদ ওসি,এসআইয়ের বিরুদ্ধে সংবাদ প্রকাশ করায় হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে দুই সাংবাদিকে রিমোভ রূপগঞ্জে যুবদল নেতা শান্ত সরকারের হত্যাকারীদের গ্রেফতার ও শাস্তির দাবিতে মানববন্ধন, বিক্ষোভ জমিজমা সংক্রান্ত বিরোধে বৃদ্ধ মা’কে পেটালেন ছেলে শ্রীপুরে বিএনপির দু-গ্রুপের সংঘর্ষ, আহত ১৫ পটিয়ায় যুবলীগ নেতা টিটু গ্রেফতার ছাত্রদল নেতা পারভেজ হত্যার প্রতিবাদে কলাপাড়ায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ পটিয়ায় এতিমখানার বাউন্ডারি ওয়াল ভাংচুর,থানায় অভিযোগ কলাপাড়ায় নিজ প্রতিষ্ঠান থেকে ব্যাবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

রূপগঞ্জে যুবদল নেতা শান্ত সরকারের হত্যাকারীদের গ্রেফতার ও শাস্তির দাবিতে মানববন্ধন, বিক্ষোভ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২২ এপ্রিল, ২০২৫
  • ১৪ Time View

মোঃ আবু কাওছার মিঠু রূপগঞ্জ(নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার দাউদপুর ইউনিয়নের কালনী হিরনাল এলাকার যুবদল নেতা শান্ত সরকারের(২৪) হত্যাকারীদের গ্রেফতার ও শাস্তির দাবিতে এলাকাবাসী মানববন্ধন এবং বিক্ষোভ করেছে। গতকাল ২২এপ্রিল মঙ্গলবার এশিয়ান বাইপাস সড়ক নামে পরিচিত ঢাকা বাইপাস সড়কের রূপগঞ্জের মাঝিপাড়া এলাকায় তারা এ মানববন্ধন করে। মানববন্ধনে স্থানীয় বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী, শান্ত সরকারের আতœীয়স্বজন এবং এলাকাবাসী অংশ নেয়। মানববন্ধন পূর্বক মাঝিপাড়া মাটির মসজিদের সামনে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন রূপগঞ্জ উপজেলা বিএনপির সহ-সভাপতি ও দাউদপুর ইউপি সাবেক সদস্য বেলায়েত হোসেন আকন্দ।

সভায় বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ জেলা কৃষকদলের সদস্য সচিব আলম ভুঁইয়া, রূপগঞ্জ ইউনিয়ন কৃষকদলের সহ-সভাপতি মকিব হোসেন, শান্ত সরকারের পিতা জসিম উদ্দিন সরকার, মা কোহিনুর বেগম, সমাজ সেবক শাহীন সরকার, যুবদল নেতা আব্দুল হাকিম ফকির ও মামলার বাদী ছালাউদ্দিন সরকার। সকাল সাড়ে ৯টায় বিক্ষোভ মিছিল নিয়ে তারা ঢাকা বাইপাস সড়কের কালনী মাঝিপাড়া এলাকা অবরোধ করে। এসময় সড়কের উভয় দিকে পাঁচ কিলোমিটার জুড়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। সকাল সাড়ে ১০টায় পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা হত্যাকারীদের গ্রেফতারের আশ^াসে বিক্ষোভকারীরা অবরোধ তুলে নেয়।

এ দিকে বেলা ১১টায় শান্ত সরকারের জানাযার নামাজের মাঠে হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে বক্তব্য রাখেন রূপগঞ্জ উপজেলা বিএপির সভাপতি এডভোকেট মাহফুজুর রহমান হুমায়ুন, নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য শরীফ আহম্মেদ টুটুল, ভার্চুয়ালে বক্তব্য রাখেন বিএনপির নির্বাহী সদস্য ও বিজিএমইএ’র সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী মনিরুজ্জামান। উল্লেখ্য গত ১১এপ্রিল দাউদপুরের জিন্দা এলাকায় মোটরসাইকেলে যাওয়ার পথে হিরনাল আলহাদী শাহ মাজারের পাশে শান্ত সরকার সন্ত্রাসীদের কবলে পড়ে। গত ২১এপ্রিল সোমবার শান্ত সরকারের মৃত্যু হয়।

এ ব্যাপারে শান্ত সরকারের চাচা ছালাউদ্দিন সরকার বাদী হয়ে ১৮জনকে নামীয় ও অজ্ঞাত আরো ৭/৮জনকে আসামী করে রূপগঞ্জ থানায় মামলা দায়ের করেন। রূপগঞ্জ থানা ওসি লিয়াকত আলী বলেন, শান্ত সরকারের হত্যা মামলার আসামীদের গ্রেফতারে পুলিশ তৎপর রয়েছে। সন্ত্রাসীরা যতই প্রভাবশালীই হোক কাউকে ছাড় দেওয়া হবে না।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি