1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
রূপগঞ্জে সন্ত্রাসীদের হামলায় আহত যুবদল নেতা শান্ত সরকারের মৃত্যু, এলাকাবাসীর বিক্ষোভ - শিক্ষা তথ্য
সোমবার, ২৮ জুলাই ২০২৫, ১১:৪২ অপরাহ্ন
শিরোনাম :
মতলব উত্তরে ভূমি অফিসে পানিশমেন্ট পোস্টিং এসে গায়েব অফিস সহায়ক রূপগঞ্জে আদালতের নির্দেশে ময়না তদন্তের জন্য এক বছর পর যুবকের মরদেহ উত্তোলন ঠাকুরগাঁওয়ের গড়েয়া বালিকা উচ্চ বিদ্যালয়ে স্কুল সেনসিটাইজেসন প্রোগ্রাম অনুষ্ঠিত মোহনপুর উপজেলা ফুটবল টিম চ্যাম্পিয়ন হওয়ায় সংবর্ধনা কলাপাড়ায় ইউনিয়ন বিএনপির সভাপতির পদ স্থগিত কুয়াকাটা সি-বিচ রক্ষণাবেক্ষণের আশ্বাস দিলেন বিভাগীয় কমিশনার ও ডিসি বরগুনায় নারীকে মারধর ও নির্যাতনের অভিযোগ, থানায় অভিযোগ দায়ের পটিয়ায় জানাজার মাঠ নিয়ে উক্তেজনা সংঘর্ষের আশঙ্কা, আদালতে নিষেধাজ্ঞা বকশীগঞ্জে বাস-অটোভ্যান সংঘর্ষ: নিহত ১ হত্যা ও চাঁদাবাজি মামলার আসামী অস্ত্রবাজ সানমুন যৌথ বাহিনীর হাতে আটক

রূপগঞ্জে সন্ত্রাসীদের হামলায় আহত যুবদল নেতা শান্ত সরকারের মৃত্যু, এলাকাবাসীর বিক্ষোভ

Reporter Name
  • Update Time : সোমবার, ২১ এপ্রিল, ২০২৫
  • ১০২ Time View

মোঃ আবু কাওছার মিঠু রূপগঞ্জ(নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার দাউদপুর ইউনিয়নের কালনী হিরনাল এলাকায় সন্ত্রাসীদের হামলায় আহত স্থানীয় যুবদল নেতা শান্ত সরকারের(২৪) আজ ২১এপ্রিল সোমবার সকালে মৃত্যু হয়েছে। সন্ত্রাসীদের গ্রেফতারের দাবিতে আজ ২১এপ্রিল সোমবার বিকেলে এলাকাবাসী বিক্ষোভ মিছিল বের করে। মিছিলকারীরা এশিয়ান বাইপাস সড়ক নামে পরিচিত ঢাকা বাইপাস সড়কের রূপগঞ্জের মাঝিপাড়া এলাকা প্রদক্ষিণ শেষে তারা প্রতিবাদ সভা করে। পুলিশ জানায়, গত ১১এপ্রিল বিকেল ৫টায় দাউদপুরের জিন্দা এলাকায় মোটরসাইকেলে যাওয়ার পথে হিরনাল আলহাদী শাহ মাজারের পাশে শান্ত সরকার সন্ত্রাসীদের কবলে পড়ে।

২৫/২৬সদস্যের একদল সন্ত্রাসী ছেনদা, লোহার হাতুড়ি, রামদা, লোহার রড, লাঠি, চাপাতিসহ দেশীয় অস্ত্রেশস্ত্রে সজ্জিত হয়ে তার মোটরসাইকেল গতিরোধ করে শান্ত সরকারের সমস্ত শরীরে হাতুড়ি দিয়ে জখম করে। তার মোটরসাইকেলে আগুন জ¦ালিয়ে দেয়। একপর্যায়ে শান্ত সরকারের ডাকচিৎকারে আশপাশের লোকজন ছুটে আসলে সন্ত্রাসীরা তাকে প্রাণনাশের হুমকি দিয়ে পালিয়ে যায়। পরে শান্ত সরকারকে উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় প্রথমে রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় আজ ২১এপ্রিল সোমবার সকালে শান্ত সরকারের মৃত্যু হয়। শান্ত সরকারের বিরুদ্ধে রূপগঞ্জ থানায় বেশ কিছু মামলা রয়েছে।

এ ব্যাপারে শান্ত সরকারের চাচা ছালাউদ্দিন সরকার বাদী হয়ে দাউদপুর ইউনিয়ন যুবদলের সভাপতি আসাদ ফকির(৪০), তার ভাই নাঈম ফকির(৩৭), রানা ফকির(৩৫), কালনী গ্রামের বিল্লাল হোসেনের ছেলে রোকনউদ্দিন(৪০), গোলজার হোসেন মোল্লার ছেলে মামুন মিয়া(৩৫), বাগবাড়ি গ্রামের কুসুম মোল্লার ছেলে সিয়াম মোল্লা(৩০), হিরনাল গ্রামের নুরুল ইসলাম ফকিরের ছেলে অলিউল্লাহ(৫২), হাফিজুল্লাহ ফকির(৩৫), কালনী গ্রামের ওসমান মোল্লার ছেলে জুবায়ের মোল্লা(৩৫), জিন্দা গ্রামের আমজাদ আলীর ছেলে বাদল শিকদার(৪০), বীর হাটাবো গ্রামের তোফাজ্জল হোসেনের ছেলে আতাউর মিয়া(৩৫), কালনী গ্রামের মজি মোল্লার ছেলে ফরহাদ মোল্লা(৪৫),

পলখান গ্রামের বছির উদ্দিনের ছেলে শাহীন আকন্দ(৩৫), কালনী গ্রামের শাহজাহান সরকারের ছেলে নয়ন সরকার(৩৫), মহাসিন মোল্লার ছেলে ইয়াকুব মোল্লা(৪২), হিরনাল গ্রামের গিয়াসউদ্দিন ফকিরের ছেলে ইদ্রিস আলী ফকির(৫৫), পলখান গ্রামের আজিজ মিয়ার ছেলে জুয়েল আকন্দ(৩৫), হিরনাল গ্রামের রকমান কাজীর ছেলে কাজী জয়নালকে(৫৫) নামীয় ও অজ্ঞাত আরো ৭/৮জনকে আসামী করে রূপগঞ্জ থানায় মামলা দায়ের করেন। রূপগঞ্জ থানা ওসি লিয়াকত আলী বলেন, শান্ত সরকারের উপর হামলার ঘটনায় দায়েরকৃত মামলাই এখন হত্যা মামলায় পরিণত হয়েছে। আসামীদের গ্রেফতারে পুলিশ তৎপর রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি