1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
রেললাইনের দাবিতে লক্ষ্মীপুর সংবাদ সম্মেলন - শিক্ষা তথ্য
রবিবার, ১৯ অক্টোবর ২০২৫, ০৫:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
আগামী জাতীয় নির্বাচনে ধানের শীষ প্রতিকে ভোট দিতে প্রস্তুত রয়েছে——- কলিম উদ্দিন আহমেদ মিলন রেললাইনের দাবিতে লক্ষ্মীপুর সংবাদ সম্মেলন জাতীয়তাবাদী জিয়া সৈনিক দল ছাতক উপজেলা শাখার নতুন কমিটি নিষিদ্ধ ঘোষিত স্বৈরাচারী সরকারের পদদারী নেতাদের গ্রেফতারের দাবী সংবাদ প্রকাশের পর রমজানকে গ্রেফতার উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা’র দুর্নীতি, অনিয়ম, স্বেচ্ছাচারিতা ও লুটপাটের প্রতিবাদে সংবাদ সম্মেলন পটিয়ায় সাংবাদিকদের সাথে মত বিনিময়ে জাতীয় নির্বাচনে বিএনপির মনোনয়ন প্রার্থী হওয়ার ঘোষণা দিলেন শহীদুল ইসলাম চৌধুরী দেশকে ইউনূস সহিংসতার রাস্তায় নিচ্ছে : মোমিন মেহেদী সুজন নারায়ণগঞ্জ জেলা শাখার নয়া কমিটি গঠন জুয়েল সভাপতি , আশু সম্পাদক রূপগঞ্জে মা ও ছেলেকে মারধরের অভিযোগ ব্লাকমেইল করে পুর্নবাসন ঘর, জমির টাকা হাতিয়ে নেয়ার অপচেষ্টার বিরুদ্ধে সংবাদ সম্মেলন

রেললাইনের দাবিতে লক্ষ্মীপুর সংবাদ সম্মেলন

Reporter Name
  • Update Time : রবিবার, ১৯ অক্টোবর, ২০২৫
  • ২২ Time View

নজির আহম্মদ লক্ষ্মীপুর প্রতিনিধিঃ রেল লাইনের দাবিতে লক্ষ্মীপুর প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন বাংলাদেশ জামায়াত ইসলামি লক্ষ্মীপুর জেলা জামায়াতের আমির মাস্টার রুহুল আমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় শূরা সদস্য ও ঢাকা মহানগর উত্তর শাখার সেক্রেটারি ড. মুহাম্মদ রেজাউল করিম। তিনি বলেন, “নোয়াখালী জেলার চৌমুহনী থেকে বিদ্যমান রেললাইন বর্ধিত করে লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলা হয়ে চাঁদপুর পর্যন্ত সংযোগ স্থাপনের দাবি বহু দিনের। বিগত সময়ে এই সংযোগের জন্য ১৯৭৩ সালে মাঠ জরিপ করা হয়েছিল। এরপর ২০১৪ সালের ২৭ আগস্ট মন্ত্রণালয়ে সংযোগ চালুর জন্য চাহিদাপত্র প্রেরণ করা হয়। রেলওয়ে (পূর্বাঞ্চল) সংশ্লিষ্ট নির্দেশনা পেয়েছিল। কিন্তু আজও এই দাবি বাস্তবায়নের আলো দেখেনি।”

ড. মুহাম্মদ রেজাউল করিম অভিযোগ করে বলেন, “বিগত সময়ে লক্ষ্মীপুরের জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতৃবৃন্দ জেলাবাসীর চাহিদা উপেক্ষা করে নিজেদের স্বার্থে ব্যস্ত ছিলেন। অথচ লাখ লাখ মানুষের এই দাবি এখনও পূরণ হয়নি। রেল সংযোগ হলে জেলার প্রায় ২৫ লাখ মানুষের যাতায়াত, ব্যবসা-বাণিজ্য, কৃষি পণ্য পরিবহন, শিক্ষা ও চিকিৎসার উন্নয়ন সম্ভব হবে। জেলা জামায়াতের নেতৃবৃন্দ এই দাবি সমর্থন করে সাংবাদিকদের সঙ্গে যোগাযোগের মাধ্যমে বিষয়টি জাতীয় পর্যায়ে তুলে ধরার আহ্বান জানান। এসময় জেলা জামায়াতের সেক্রেটারি এ.আর. হাফিজ উল্যা, সহ-সেক্রেটারি নাছির উদ্দিন মাহমুদ, পৌর আমির আবুল ফারাহ নিশান এবং চন্দ্রগঞ্জ থানা শাখা সেক্রেটারি রেজাউল ইসলাম খান সুমন উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি