হ্লাছোহ্রী মারমা, রোয়াংছড়ি প্রতিনিধি: বান্দরবানের রোয়াংছড়ি উপজেলার এক সাথে উপজেলা নিবার্হী কর্মকর্তা ও থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা বদলী হওয়ায় ট্যুরিষ্ট গাইড সমিতি পক্ষ থেকে বিদায় অনুষ্ঠান আয়োজন করেছে ।
শনিবার (১২ জুলাই ২৫) দুপুর ১: ০০টা ঘটিকার সময়ের রোয়াংছড়ি উপজেলা লাভলী পয়েন্ট এন্ড ট্রেডিশনাল রেস্তোরাঁতে ট্যুরিষ্ট গাইড সমিতির সভাপতি চিনুমং মারমা চিংনু আয়োজনে সদ্য বদলী হওয়ার উপজেলা নিবার্হী কর্মকর্তা মো: সাইফুল ইসলাম ও রোয়াংছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনজুর হোসেনকে আনুষ্ঠানিকভাবে বিদায় অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রোয়াংছড়ি আর্মি ক্যাম্পের সাব জোন কমান্ডার মেজর এম এম ইয়াসিন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রোয়াংছড়ি কলেজের অধ্যক্ষ জেরী রোয়াল থাং লিয়াং বুইতিং, রোয়াংছড়ি সদর ইউপি চেয়ারম্যান মেহ্লাঅং মারমা, আলেক্ষ্যং ইউপি চেয়ারম্যান বিশ্বনাথ তঞ্চঙ্গ্যা, রোয়াংছড়ি প্রেসক্লাবের কোষাধ্যক্ষ হ্লাছোহ্রী মারমা। এ সময়ের লাভলী পয়েন্ট এন্ড ট্রেডিশনাল রেস্তোরাঁতে রোয়াংছড়ি ট্যুরিষ্ট গাইড সমিতির সদস্যসহ দুপুরে প্রীতিভোজন মধ্য দিয়ে বিদায় অনুষ্ঠান শেষ হয়।