নিজস্ব প্রতিবেদক: একাধিক হত্যা মামলা, আইন শৃঙ্খলা বাহিনীর কাজে বাধাদান, ডাকাতি, অস্ত্রধারী সন্ত্রাসী ও দশটি মামলার আসামী রেজাউল করিম’কে কক্সবাজার চকরিয়া থানাধীন সওদাগর ঘোনা এলাকা থেকে গ্রেফতার করেছে র্যাব-১৫* র্যাবের চলমান গোয়েন্দা তৎপরতায় গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় যে, কক্সবাজার চকরিয়া থানাধীন চিরিঙ্গা ইউনিয়নের সওদাগর ঘোনা এলাকার ২/৩ জন হত্যা মামলার পরোয়ানা ভুক্ত পলাতক আসামী তাদের নিজ বাড়ীতে অবস্থান করছে।
উক্ত তথ্যানুযায়ী গত ২১/০৭/২০২৫ খ্রিঃ তারিখ বিকালে র্যাব-১৫, সদর ব্যাটালিয়নের একটি চৌকস আভিযানিক দল চকরিয়া থানাধীন সওদাগর ঘোনা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে হত্যা মামলার পরোয়ানা ভুক্ত পলাতক আসামী রেজাউল করিম’কে ৪ টি স্মার্ট ফোন ও নগদ ১৯,৯০০/-(উনিশ হাজার নয়শত) টাকা সহ আটক করতে সক্ষম হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, আসামী নেজাম উদ্দিন ডাকাত গ্রুপের সক্রিয় সদস্য এবং তাদের গ্রুপের ৮/১০ সদস্য রয়েছে।
এরা প্রায় সময়ই বিভিন্ন চিংড়ি ঘের এবং লবণ এর মাঠে ডাকাতি করে থাকে। ধৃত আসামীর বিরুদ্ধে চকরিয়া থানায় ২ টি হত্যা মামলা সহ মোট ১০ টি মামলা রয়েছে বলে জানা যায়। গ্রেফতারকৃত মোঃ রেজাউল করিম (২৯), পিতা-মৃত সামছুল আলম, সাং-পূর্ব সওদাঘর ঘোনা, ৫নং ওয়ার্ড, চিরিঙ্গা ইউপি, থানা-চকরিয়া, জেলা-কক্সবাজার। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান আ. ম. ফারুক সহকারী পুলিশ সুপার সহকারী পরিচালক (ল’ এন্ড মিডিয়া অফিসার)