মহিদুল ইসলাম (শাহীন) খুলনা থেকেঃ র্যাব-৬,খুলনার কমান্ডিং কর্মকর্তা এবং চৌকস অফিসারদের জন্য এই বাহিনী আজ সুনামের সাথে মাথা উচু করে দাড়িয়েছে। তাদের বিশেষ অভিযানে প্রতিদিন বিভিন্ন মামলার আসামি,বড়ো বড়ো অস্ত্র ও মাদকের চালান আটকসহ অনেক সুনাম রয়েছে ।
সর্বশেষ,ঝিনাইদহ জেলার সদর থানার চাঞ্চল্যকর কম্বোডিয়া প্রবাসী মাহাবুব হত্যা মামলার প্রধান আসামীকে ৬ ঘণ্টার মধ্যে গ্রেফতার করেছে র্যাব-৬।
তার ধারাবাহিকতায় ১৭ ই নভেম্বর র্যাব-৬, সিপিসি-২, ঝিনাইদহ ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে
ঝিনাইদহ সদর থানার আদর্শপাড়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে চাঞ্চল্যকর কম্বোডিয়া প্রবাসী মাহাবুব হোসেন হত্যা মামলার ১ নং পলাতক আসামি মোঃ রবিউল ইসলাম (৫৫) কে আটক করেছে।
সে ঝিনাইদহ জেলার,সদর থানার কালা গ্রামের মৃত্যু সাত্তার মোল্লার পুত্র।
গ্রেফতারকৃত আসামি রবিউল ইসলামকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ঝিনাইদহ সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
এছাড়া তারা নিয়মিত মামলার আসামিসহ বিভিন্ন মেয়াদে সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভূক্ত আসামিদের গ্রেফতার, অস্ত্রধারী সন্ত্রাসী,মাদক কারবারি এবং চাঞ্চল্যকর হত্যা ও ধর্ষণের ঘটনায় জড়িত অপরাধীদের আইনের আওতায় এনে জনগণের বিশ্বাস ও আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে।