মহিদুল ইসলাম (শাহীন) খুলনা থেকেঃ ঝিনাইদহ জেলার সদর থানাধীন গান্না বাজার এলাকা হতে হত্যা মামলার এজাহারভুক্ত দুজন আসামীকে গ্রেফতার করেছে র্যাব-৬। র্যাব ফোর্সেস নিয়মিত মামলার আসামিসহ বিভিন্ন মেয়াদে সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভূক্ত আসামিদের গ্রেফতার, অস্ত্রধারী সন্ত্রাসী, মাদক কারবারি গ্রেফতার এবং বিভিন্ন চাঞ্চল্যকর হত্যা ও ধর্ষণের মতো অপরাধে জড়িত
অপরাধীদের আইনের আওতায় এনে জনগণের বিশ্বাস ও আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে। এরই ধারাবাহিকতায় অদ্য ১৫ নভেম্বর ২০২৫ খ্রীস্টাব্দ, দুপুর ১৪:০০ ঘটিকায় র্যাব-৬, সিপিসি-২, ঝিনাইদহ এবং র্যাব-১২, সিপিসি-৩, মেহেরপুর ক্যাম্পের যৌথ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে যশোর জেলার
সদর থানাধীন গান্না বাজার এলাকায় অভিযান পরিচালনা করে চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা থানার হত্যা মামলার এজাহারভুক্ত পলাতক আসামি ১। বাবু (২৮), পিতা: রেজাউল ২। রেজাউল (৫২) পিতা- রবজেল, উভয় সাং- গোবিন্দহুদা, থানা: দামুড়হুদা , জেলা: চুয়াডাঙ্গাদ্বয়কে গ্রেফতার করেন। গ্রেফতারকৃত আসামিদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ঝিনাইদহ জেলার সদর থানায় হস্তান্তর করা হয়েছে।