নজির আহম্মদ লক্ষ্মীপুর প্রতিনিধিঃ লক্ষ্মীপুর সদর আসনে দাঁড়িপাল্লায় ভোট চেয়ে “পরিবর্তনের পথে অগ্রযাত্রা” স্লোগানে লক্ষ্মীপুর-৩ আসনের জামায়াত মনোনীত প্রার্থী ড. মুহাম্মদ রেজাউল করিম নির্বাচনী এলাকায় মোটরসাইকেল শোভাযাত্রা করেছেন। একই সময়ে লক্ষ্মীপুর-৪ (রামগতি ও কমলনগর) আসনের জামায়াতের প্রার্থী এ. আর. হাফিজ উল্লাহও তার নির্বাচনী এলাকায় মোটরসাইকেল শোভাযাত্রা বের করেন।
শনিবার (২২ নভেম্বর) সকাল ১০টার দিকে জেলা শহরের ইটেরপুল থেকে রেজাউল করিমের শোভাযাত্রা এবং কমলনগরের তোরাবগঞ্জ বাজার থেকে হাফিজ উল্লাহর শোভাযাত্রা শুরু হয়।
রেজাউল করিম ঢাকা মহানগরী উত্তর জামায়াতের সেক্রেটারি ও লক্ষ্মীপুর-৩ আসনের সংসদ সদস্য প্রার্থী; অন্যদিকে হাফিজ উল্লাহ জেলা জামায়াতের সেক্রেটারি ও লক্ষ্মীপুর-৪ আসনের সংসদ সদস্য প্রার্থী।
ঝুমুর এলাকায় পৌঁছে রেজাউল করিম নির্বাচনী এলাকার উন্নয়ন-পরিকল্পনার বিভিন্ন দিক তুলে ধরেন।
এ সময় উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি নাসির উদ্দিন মাহমুদ, শ্রমিক কল্যাণ ফেডারেশনের জেলা সভাপতি মমিন উল্লাহ পাটওয়ারী, শহর জামায়াতের আমির আবুল ফারাহ নিশান, সেক্রেটারি হারুনুর রশীদ, শহর শিবির সভাপতি ফরিদ উদ্দিন এবং সেক্রেটারি আব্দুল আউয়াল হামদু প্রমুখ।
শোভাযাত্রাটি প্রধান সড়ক প্রদক্ষিণ করে চন্দ্রগঞ্জ এলাকায় গিয়ে শেষ হয়। এতে প্রায় তিন হাজার মোটরসাইকেল নিয়ে নেতাকর্মীরা অংশগ্রহণ করেন, মোটরসাইকেল শোডাউনে।