নজির আহম্মদ, লক্ষ্মীপুর প্রতিনিধিঃ লক্ষ্মীপুরে ব্যাপক উৎসাহ উদ্দীপনা ও উৎসবমুখর পরিবেশে লক্ষ্মীপুর সদর উপজেলার ১ নং উওর হামছাদী ইউনিয়নে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপির) প্রতিনিধি নির্বাচন (শনিবার )১৬ আগস্ট ২০২৫ ইং তারিখে অনুষ্ঠিত হয়। এসময় বিএনপির প্রতিনিধি নির্বাচনে পরিদর্শন করেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য আবুল খায়ের ভূঁইয়া।
ইউনিয়ন প্রতিনিধি নির্বাচনে সভাপতি নির্বাচিত হয়েছে মোঃ আবদুল গনি, সাধারণ সম্পাদক নির্বাচিত কামাল হোসেন মন্টু ও সাংগঠনিক সম্পাদক মোঃ শফিক উল্যা শফিক আমাদেরকে ভোট দিয়ে বিজয়ী করার জন্য সকল ভোটার ও বিএনপির নেতাকর্মীদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। এ বিজয় শুধু আমাদের নয় এ-বিজয় ১নং উত্তর হামছাদী ইউনিয়ন জনগণের বিজয়। আপনাদের বিশ্বাস ও আস্তা রক্ষা করতে আমরা সর্বদা চেষ্টা করে যাব, ইনশাআল্লাহ।
আমাদের একটি মাত্র লক্ষ্য, আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপিকে শক্তিশালী করার জন্য কাজ করবো,ইনশাআল্লাহ। নেতাকর্মীরা আমাদের ত্যাগকে মূল্যায়ন করে আমাদেরকে বিজয়ী করেছে। আমরা এ বিজয় সকল নেতা কর্মীর জন্য উৎসর্গ করলাম।