লক্ষ্মীপুর প্রতিনিধিঃ আজ বাংলাদেশ আমজনগণ পার্টির লক্ষ্মীপুর জেলা শাখার উদ্যোগে বাগবাড়ি একটি আভিজাত্যপূর্ণ ঐতিহ্য কনভেনশন সেন্টার এন্ড চাইনিজ রেস্টুরেন্টে ঈদ পূর্ণমিলনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। অতিথিদের আসন গ্রহণ ও পবিত্র কুরআন তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বাংলাদেশ আমজনগন জনগন পার্টির কেন্দ্রীয় প্রচার সম্পাদক মোঃ আরিফ হোসেন বলেন,জনগণের মৌলিক অধিকার সুনিশ্চিত ও সুন্দর বাংলাদেশ বিনির্মাণে কাজ করবে বাংলাদেশ আমজনগণ পার্টি।
দেশের মানুষ এখন বুঝে গিয়েছে, কোন দল ভালো, আর কোন দল খারাপ। ইনশাআল্লাহ আগামীতে এ আমজনগণ পার্টিই সেরা জনসেবক দল হিসেবে পরিচিতি লাভ করবে। দলের আত্ম প্রকাশের অল্প কিছুদিনের মধ্যেই দেশের ৬৪টি জেলার অধিকাংশ জেলা ও উপজেলার কমিটি সম্পন্ন হয়ে গিয়েছে। যেই সকল উপজেলা গুলো বাকী আছে,সেই গুলো দ্রুত সময়ের মধ্যেই হয়ে যাবে, ইনশাআল্লাহ। কেন্দ্রীয় কমিটির সদস্য ও জেলা আহবায়ক মোঃ মোরশেদ আলমের সভাপতিত্বে সদস্য সচিব মোঃ মাসদুর রহমানের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ আমজনগণ পার্টির কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক মোঃ আরিফ হোসেন। শুভেচ্ছা বক্তব্য রাখেন, মাদব চন্দ্র নাথ,৷
নুছরাত জাহান নাবা,জান্নাতুল ফেরদাউস,মোঃ জাবেদ হোসেন, মোঃ আজাদ হোসেন,মোঃ আবুল খায়েরসহ অনেকেই বক্তব্য রাখেন। এছাড়াও প্রধান অতিথিকে ফুল দিয়ে বরণ করেন লক্ষ্মীপুর আমজনগন পার্টির সদস্যগণ। এসময় কেন্দ্রীয় ও জেলা কমিটির সদস্য এবং উপজেলা কমিটির নেতৃবৃন্দসহ অসংখ্য শুভাকাঙ্ক্ষী এ আলোচনা সভায় অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে আমজনগণ পার্টির নেতৃবৃন্দগণ বলেন, বাংলাদেশ আমজনগন পার্টি হচ্ছে জনসাধারণের দল। ন্যায্যতা, সুশাসন প্রতিষ্ঠা করা, মজুলুমের পক্ষে কথা বলা,একাদ্বশ শ্রেনী পর্যন্ত বিনা বেতনে পড়া শোনার সুযোগ করে দেয়া ও দূর্নীতি মুক্ত বাংলাদেশ গড়াই হচ্ছে এ দলের মূল লক্ষ্য। পরিশেষে সভাপতির বক্তব্যের মধ্য দিয়ে আলোচনা শেষ হয়।