নজির আহম্মদ,লক্ষ্মীপুর প্রতিনিধিঃ লক্ষ্মীপুর সদর উপজেলার ১নং উত্তর হামছাদী ইউনিয়নের ৯নং ওয়ার্ড বিএনপির প্রতিনিধি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। আজ উৎসবমুখর পরিবেশে উত্তর হামছাদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ব্যালট পেপারের মাধ্যমে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে সভাপতি পদে মোঃ ওসমান গনি ভূঁইয়া, সাধারণ সম্পাদক হারুনুর রশিদ ও সাংগঠনিক সম্পাদক পদে আজাদ হোসেন নির্বাচিত হয়েছেন।
স্হানীয় নেতাকর্মীরা বলেন, দীর্ঘদিন পর আমরা উৎসবমুখর পরিবেশে ভোট দিতে পারছি। স্বেরাচার হাসিনা আমাদের ভোটের অধিকার কেড়ে নিয়েছে। আমরা ভোট দিতে পারি নি। এখন দলীয় ভোটের মাধ্যমে আমরা জনপ্রতিনিধি নির্বাচনের আমেজ পাচ্ছি।
এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য ও প্রিজাইডিং অফিসার এড. হারুনুর রশিদ ব্যাপারী, সদর উপজেলা (পশ্চিম) বিএনপির আহবায়ক আবদুল করিম ভূঁইয়া মিজান, সদস্য সচিব কামরুজ্জামান সোহেল, যুগ্ম আহবায়ক সাইদুর রহমান ভুট্টু চৌধুরী, আব্দুল গনী, নিজাম চৌধুরী, সদর পশ্চিম যুবদলের সদস্য সচিব জাকির হোসেন প্রমুখ।