সোমবার১১ আগস্ট চর চামিতা মিয়া বাড়িতে এ ঘটনা ঘটে। একই দিন সকাল থেকে দখল করা বাগান থেকে বাঁশ সহ বিভিন্ন গাছ কেটে বিক্রি করে দেয় বিএনপি নেতা মুরাদ।
সৌদি প্রবাসী আবু বকর শিবলু একই বাড়ির মৃত – জয়নাল আবেদিন এর ছেলে। অভিযুক্ত মুরাদ একই বাড়ির মৃত – আবদুল মান্নান এর ছেলে এবং হাজির পাড়া ইউনিয়নের ৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি।
জানা যায়, প্রায় ৫০ বছর ধরে এই জমি দখলে রয়েছে প্রবাসী আবু বকর শিবলুর ও মাসুদের পরিবার পরিবার কিন্তু তারা বিদেশ যাওয়ার পর মুরাদ ও তার পরিবারের লোকজন এই জমি দখল করার পায়তারা করছে। ঘটনার দিন জোরপূর্বক প্রবাসীর জমি থেকে বাঁশ কেটে নিয়ে যায়।
প্রবাসী আবু বকর শিবলু বলেন, আমি দেশে থাকা অবস্থায় তারা এই জমি নিয়ে কোন কথা বলেনি। আমি দেশের বাহিরে আসার পর থেকে তারা আমাদের নারকেল, সুপারিসহ আমাদের বিভিন্ন জমি দখল করার চেষ্টা করছে এবং আমার মাকে হুমকি দিচ্ছে। উক্ত জমি আমার দাদী আমার বাবা জয়নাল আবদীন ও চাচা আনোয়ার হোসেনকে দলিল করে লিখে দেন আমরা উভয় পরিবার বিগত ৫০ বছর যাবত জমি ভোগ দখল করে আসছি তাছাড়া বাড়িতে আমাদের ৫০০শতাংশ জমি সবগুলোই মুরাদ জবর দখল করে রাখছে ।মাসুদ পরিবার আমাদের পরিবার এবং আমার বড় জেঠাদের পরিবারের কাউকে কোন সম্পত্তির সঠিক হিসাব সে দিচ্ছে না।
আমি প্রশাসনের কাছে এর সুষ্ঠু বিচার চাই।
জয়নাল আবেদিন এর স্ত্রী মরিয়ম বেগম বলেন, আমার ছেলে একজন প্রবাসী বাড়িতে আমি একা থাকি। আমরা গত ৫০ বছর থেকে এই সম্পত্তি ভোগ করে আসছি।
.আমার বাড়িতে কোন পুরুষ না থাকায় এবং মুরাদ স্থানীয় বিএনপির নেতা হওয়ায় সুবাদে ৫ আগস্টের পর থেকে রাজনৈতিক প্রভাব খাটিয়ে উক্ত সম্পত্তি জবর দখল করে। এখন বাগানের বাশ সহ অন্যান্য গাছ কেটে নিয়ে যাচ্ছে।
এদিকে মুরাদ উল্টো অভিযোগ করে বলেন, এই জমি তাদের পৈত্রিক সম্পত্তি। শিবলুর পরিবারের লোকজন ৫০ বছর ধরে জোরপূর্বক জমি দখল করে রেখেছিল। তাদের জমি থেকে গাছ কেটে নিয়েছেন বলে জানান তারা।