মোহাম্মদ আবুল হাশেম বান্দরবান প্রতিনিধি:বান্দরবানের লামা উপজেলায় বিভক্তির রেশ ভুলে গিয়ে ঐক্যবদ্ধ হয়ে জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উদযাপন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) লামা উপজেলা ও পৌর শাখা। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আজ মঙ্গলবার (৫ আগস্ট) বিকাল ৪টায় উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে এক বর্ণাঢ্য বিজয় র্যালি ও পথসভার আয়োজন করা হয়।
দুপুর থেকে লামা উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড থেকে বিএনপির অঙ্গসংগঠনের নেতাকর্মীরা জড়ো হয়ে একটি বিশাল ও বর্ণাঢ্য র্যালি নিয়ে বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র্যালিতে অংশগ্রহণকারী নেতাকর্মীদের স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো শহর। র্যালিটি উপজেলা প্রাঙ্গণে এসে একটি পথসভায় মিলিত হয়।
জেলা বিএনপি’র সদস্য আবদুর রব এর সভাপতিত্বে ও সাহাব উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠিত কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জসিম উদ্দিন তুষার। এতে বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সদস্য আবিদুর রহমান, থোয়াইনু অং চৌধুরী, আবু তাহের মিয়া, এডভোকেট মোহাম্মদ আলমগীর প্রমুখ।
এসময় বক্তারা জুলাই গণঅভ্যুত্থানকে জনগণের বিজয় আখ্যা দিয়ে বলেন, ছাত্র-জনতা ঐক্যবদ্ধ হয়ে ফ্যাসিবাদী শাসনের পতন ঘটিয়েছে। এই বিজয়কে ধরে রাখতে হবে এবং একটি সত্যিকারের গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠা করতে হবে। পরে গণঅভ্যুত্থানে শহীদদের আত্মার মাগফিরাত কামনা ও আহতদের সুস্থতা কামনা করা হয়।
পথসভায় লামা উপজেলা বিএনপির সাবেক বর্তমান সিনিয়র নেতৃবৃন্দসহ যুবদল, ছাত্রদল, কৃষকদল, শ্রমিকদল, নারী দল, স্বেচ্ছাসেবক দল তাঁতি দল, সহ অন্যান্য অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। তৃণমূলের নেতাকর্মীদের যৌথ স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের অনুষ্ঠানকে এক নতুন মাত্রা দেয়।