মোহাম্মদ আবুল হাশেম বান্দরবান প্রতিনিধি:বান্দরবানের লামা উপজেলা জনস্বাস্থ্য সহকারী প্রকৌশলী আব্দুল রাজ্জাকের বিরুদ্ধে নানা অনিয়ম দুর্নীতির অভিযোগ উঠেছে। ইতিমধ্যে একটি মসজিদের নামে বরাদ্দ হওয়া গভীর নলকূপের অর্থ আত্মসাৎ সংক্রান্ত দুর্নীতি দমন কমিশন (দুদকে) সহ ৮টি সংস্থা কে অভিযোগ দিয়েছে মসজিদ কমিটির সদস্যরা। দুদক মহাপরিচালক বরাবরে পাঠানো অভিযোগ সূত্রে জানা যায়, লামা জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগ হতে ২০২৪-২৫ অর্থবছরে সমগ্র দেশে নিরাপদ পানি সরবরাহ প্রকল্পের আওতায় সদর ইউনিয়নের ১নং ওয়ার্ডের নুনারঝিরি বাইতুস সালাম জামে মসজিদের নামে একটি নলকূপ বরাদ্দ হয়। দুদকে পাঠানো অভিযোগ মতে,অধিদপ্তর কর্তৃক মসজিদের জমির এরিয়াতে কোনো নলকূপের অস্তিত্ব পাওয়া যায়নি। অভিযোগকারীদের মতে,মসজিদের নামে নলকূপ বরাদ্দ দেয়া থাকলেও কাজ বাস্তবায়ন না করে জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগ ও সংশ্লিষ্ট ঠিকাদারের যোগসাজশে অর্থ আত্মসাত করেছেন।
এ বিষয় মসজিদ কমিটির সভাপতি মো.বেলাল জানান,নলকূপ বরাদ্দ হওয়ার বিষয়ে আমরা কিছু জানি না। তবে স্থানীয়রা বরাদ্দ তালিকায় মসজিদের নামে বরাদ্দ দেখতে পেয়ে কমিটির ওপর চড়াও হয়। পরে দুদকে অভিযোগ দেয়।
মসজিদ কমিটির সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন বলেন,জনস্বাস্থ্য প্রকৌশল অফিসের সহকারী প্রকৌশলী আব্দুর রাজ্জাকের কাছে বরাদ্দের বিষয়টি সম্পর্কে জানতে চাইলে তিনি ক্ষিপ্ত হয়ে বলেন,মসজিদের নামে কোনো নলকূপ বরাদ্দ দেয়া হয়নি।বেশি বাড়াবাড়ি করলে কমিটির নামে মামলা করা হবে। এর আগে দুর্নীতি দমন কমিশনের মহাপরিচালক বরাবর ডাকযোগে পাঠানো অভিযোগে ২ লাখ টাকা অর্থ আত্মসাতকারী হিসেবে সংশ্লিষ্ট সহকারী প্রকৌশলীসহ ৪ জনকে অভিযোগ দেয়।
প্রকৌশলী আব্দুল রাজ্জাক বলেন,মসজিদের নামে ২০২৪-২৫ অর্থবছরে কোনো নলকূপ বরাদ্দ দেয়া হয়নি। তবে ওই এলাকার মেম্বারের স্ত্রী রাশেদার নামে একটি নলকূপ বরাদ্দ দেয়া হয়। দুদকে দায়ের করা অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন বলে দাবি করেন তিনি।
বান্দরবান জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী অনুপম দে বলেন,প্রকৌশলী রাজ্জাকের বিরুদ্ধে অভিযোগ খতিয়ে দেখা হবে। সত্যতা পেলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
লামা উপজেলা নির্বাহী অফিসার মো.মঈন উদ্দিন জানান,মসজিদ প্রাঙ্গণে নলকূপ স্থাপনে পানির লেয়ার না পাওয়ায়,ওই ইউপি সদস্যের জায়গায় নলকূপ স্থাপন করা হয়েছে। তবে মেম্বার যদি ওই নলকূপ থেকে মসজিদের মুসল্লিদের পানি ব্যবহার করতে বাধা দেন। তবে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।