মোহাম্মদ আবুল হাশেম বান্দরবান প্রতিনিধি:“অভয়াশ্রম গড়ে তুলি,দেশি মাছে দেশ ভরি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে পার্বত্য জেলা বান্দরবানের লামা উপজেলায় সোমবার ১৮আগষ্ট লামা উপজেলা প্রশাসনের হলরুমে পালিত হয়েছে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৫ । এ উপলক্ষে র্যালী, আলোচনা সভা এবং উপজেলা পরিষদের পুকুরে মৎস্য পোনা অবমুক্ত করা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। লামা উপজেলা মৎস্য কর্মকর্তা আব্দুল্লা হিল মারুফ এর সভাপতিত্বে উপজেলা তথ্য অফিসার রাশেদুল হকের উপস্থাপনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মঈন উদ্দিন।
বিশেষ অতিথি হিসেবে ছিলেন,লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তোফাজ্জল হোসেন, উপজেলা প্রকৌশলী আবু হানিফ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মনিরুল ইসলাম, সরকারী মাতামুহুরী কলেজ শিক্ষক মো. রফিকুল ইসলাম,উপজেলা বিএনপি সাবেক সভাপতি আব্দুর রব, উপজেলা জামায়াতের আমির কাজী মোহাম্মদ ইব্রাহিম’সহ উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক, মৎস্যজীবী অনেকে। মৎস্য সেক্টরে বিশেষ অবদানের জন্য কয়েকজন মৎস্যজীবী কে এ অনুষ্ঠানের মাধ্যমে বিশেষ সম্মাননা প্রদান করা হয়।