1. [email protected] : Gk Russel : Gk Russel
  2. [email protected] : stnews :
লামার ত্রিপুরা পাড়ায় ১৬ ঘরে আগুনের ঘটনায় মামলা,আটক ৪ - শিক্ষা তথ্য
শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ০৭:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
মান্দায় ভারশোঁ ইউনিয়ন যুবদলের কর্মী সমাবেশ অনুষ্ঠিত লামার ত্রিপুরা পাড়ায় ১৬ ঘরে আগুনের ঘটনায় মামলা,আটক ৪ মারকায মাদ্রাসার জমি উদ্ধার ও বিশ্ব ইজতেমায় হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে রূপগঞ্জে বিক্ষোভ, লংমার্চ, গণজমায়েত উপজেলা চেয়ারম্যান আ.লীগ নেতা মিলন গ্রেপ্তার সমাজ সেবক জাহাঙ্গীর চৌধুরীর পিতার মৃত্যুতে বিভিন্ন মহলের শোক নারায়ণগঞ্জের জাকজমক ভাবে ঊদয়াপিত হলো বড়দিন অবৈধ পথে অনুপ্রবেশের সময় শিশুসহ ১৬ বাংলাদেশী নারী-পুরুষ আটক লামায় ১০ লাখ টাকা চাঁদা না পেয়ে ভাংচুর লুটপাট ও প্রাণ নাশের হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন বন্দরে প্রায়ত অটো চালক আলীর আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও কাঙ্গালী ভোজ অবৈধভাবে কৃষি জমি থেকে মাটি কাটায় ফুলপুরে এক ব্যবসায়ীকে জরিমানা

লামার ত্রিপুরা পাড়ায় ১৬ ঘরে আগুনের ঘটনায় মামলা,আটক ৪

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪
  • ১৯ Time View

মোহাম্মদ আবুল হাশেম বান্দরবান প্রতিনিধি: বান্দরবানে লামায় ত্রিপুরা সম্প্রদায়ের একটি পাড়ায় দুর্বৃত্তদের দেওয়া অগ্নিসংযোগে ১৭টি ঘর পুড়ে যাওয়ার ঘটনায় চারজনকে গ্রেফতার করেছে লামা থানা পুলিশ বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সকালে ঘটনাস্থল পরিদর্শনে এসে সাংবাদিকদের একথা বলেন বান্দরবান জেলা পুলিশ সুপার মোহাম্মদ শহিদুল্লাহ কাওছার। উক্ত আগুনের ঘটনায় গ্রেফতার হওয়া আসামিরা হলেন সরই ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের ছবব ছন্দ্র ত্রিপুরা পাড়ার বাসিন্দা জগমন ত্রিপুরার ছেলে স্টিফেন ত্রিপুরা ও যোয়াকিম ত্রিপুরা, একই ওয়ার্ডের টংগঝিড়ি পাড়া বাসিন্দা গোবিন্দ্র ত্রিপুরার ছেলে মসৈনিয়া ত্রিপুরা,ওমর আলীর ছেলে মোহাম্মদ ইব্রাহিম। স্থানীয় ও প্রশাসন সূত্রে জানা যায়,লামা সরইয়ের পূর্ব বেতছড়া পাড়া এলাকায় বসবাসরত ত্রিপুরাদের ঘর বাড়ি ২৪ ডিসেম্বর দিবাগত রাত সাড়ে ১২টার দিকে দুর্বৃত্তরা পুড়িয়ে দিয়েছিল। বেতছড়া পাড়ার বাসিন্দা চন্দ্র ত্রিপুরা বলেন,টংগঝিড়ি এলাকার নতুন পাড়া বেতছড়া পূর্বপাড়া নামে পরিচিত পাড়াবাসীদের বেদখল হওয়া জায়গা থেকে অবৈধ দখলদার লোকজন চলে যাওয়ার পর ১৮টি ত্রিপুরা পরিবার সেখানে বসবাস করে। তারা সবাই পুরনো টংগঝিরি পাড়ার বাসিন্দা। ১৭ পরিবার পূর্ববেতছড়া পাড়ায় বসতি করে পাড়াটি নাম দিয়েছে পূর্ববেতছড়া পাড়া। বড়দিন উপলক্ষ্যে বেতছড়া পাড়ার বাসিন্দারা বড়দিন উদযাপনের জন্য মঙ্গলবার সবাই পুরনো টংগঝিরি পাড়ায় যায়। কারণ পূর্ববেতছড়া পাড়ায় কোনো গীর্জা নেই। রাতে মানুষ শূন্য পাড়ায় দুর্বৃত্তরা আগুন লাগিয়ে দেয়। দুটি ঘর বাদে পাড়ার ১৬ টি ঘরবাড়ি পুড়ে ছাই হয়ে যায়। ক্ষতিগ্রস্ত অযাথি ত্রিপুরা বলেন,পূর্ব বেতছড়া পাড়ায় ১৯টি পরিবার বসবাস করে কিন্তু পাড়ায় খ্রীষ্টানদের কোনো প্রার্থনা ঘর গীর্জা নাই সে জন্য বড়দিন উপলক্ষে পুরাতন তংগঝিড়ি পাড়া গীর্জায় রাতে প্রার্থনা করতে গেলে দুর্বৃত্তরা রাত সাড়ে ১২টার দিকে ১৬টি বাড়িঘরে আগুন লাগিয়ে দেয়। আমরা এক পোশাকে আছি আমরা সন্ত্রাসীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি। বিগত ১৯ নভেম্বর থানায় অভিযোগের পরিপ্রেক্ষিতে ২৬ ডিসেম্বর বৃহস্পতিবার ভোরে অভিযান চালিয়ে এজাহার ভুক্ত চারজন আসামিকে গ্রেফতার করে। বিউটি ত্রিপুরা বলেন,বড়দিন উদযাপনের জন্য পুরনো টংগঝিড়ি পাড়ায় গেলে ২৪ ডিসেম্বর গভীর রাতে সন্ত্রাসীরা আমাদের বাড়িতে আগুন লাগিয়ে দেয়। দোষীদের আমরা দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি সরই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ ইদ্রিস কোম্পানি বলেন ৮ নম্বর ওয়ার্ড টংগঝিড়ি এলাকায় পূর্ব বেতছড়ি পাড়াতে গভীর রাতে দুর্বৃত্তদের দেওয়া আগুনে ১৬টি ঘর পুড়ে গেছে কারা আগুন দিয়েছে এই মুহুর্তে বলা যাচ্ছে না। বান্দরবান পুলিশ সুপার শহিদুল্লাহ কাওছার ঘটনাস্থল পরিদর্শনে এসে সাংবাদিকদের বলেন,ঘটনাটি অত্যন্ত গুরুত্বসহকারে দেখা হচ্ছে,ঘটনায় ভুক্তভোগীর মামলার পরিপ্রেক্ষিতে অভিযান পরিচালনা করে গত রাতেই মামলার সাত জন এজাহার ভুক্ত আসামির মধ্যে চারজন আসামিকে গ্রেফতার করা হয়েছে। অন্যান্য আসামিদেরকে গ্রেফতার করার জন্য পুলিশের অভিযান অব্যাহত আছে। আর ইতি পূর্বে এ ধরণের ঘটনা ঘটে থাকলে যথাযথ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। বান্দরবান জেলা প্রশাসক সাংবাদিকদের বলেন, পাড়ায় ১৮টি পরিবারের মধ্যে ১৬টি ঘর আগুনে পুড়ে গেছে। পুলিশ সুপার সাথে আছেন এটা তদন্ত করে দোষীদেরকে আইনের আওতায় আনা হবে। কাউকে ছাড় দেওয়া হবে না,গতকাল লামা উপজেলার নির্বাহী অফিসার কম্বল কাপড়-চোপর, চাল, কিছু শুকনো খাদ্য সহায়তা করা হয়েছে। তার পাশাপাশি পাড়ার ক্ষতিগ্রস্থদেরকে পূর্ণবাসন করার ব্যবস্থা করা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি