আজ মঙ্গলবার (২৫ নভেম্বর) নারায়ণগঞ্জ-৫ (সদর ও বন্দর) আসনের স্বতন্ত্র এমপি প্রার্থী আলহাজ্ব মোঃ মাকসুদ হোসেনের পক্ষে ফরাজিকান্দা এলাকায় ব্যাপক গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের বন্দর থানার ২০নং ওয়ার্ডের ফরাজিকান্দা এলাকার বিভিন্ন বাড়ি ও পথচারীদের মাঝে লিফলেট বিতরণ ও সরাসরি ভোটারদের সঙ্গে মতবিনিময় করেন মাকসুদ সহধর্মিণী তথা বিশিষ্ট সমাজসেবিকা নার্গিস মাকসুদ। এ সময় তিনি স্বতন্ত্র প্রার্থী মাকসুদ হোসেনের উন্নয়ন ভাবনা ও নির্বাচনী প্রতিশ্রুতি ভোটারদের সামনে উপস্থাপন করেন এবং আসন্ন নির্বাচনে তাকে ভোট দেওয়ার আহ্বান জানান। স্থানীয় এলাকাবাসীর সঙ্গে কুশল বিনিময় ও মতামত গ্রহণ করে পুরো দিনব্যাপী এই গণসংযোগ কার্যক্রম অব্যাহত রাখেন তিনি।