সেলিম মাহবুব,ছাতকঃলিবিয়া থেকে সাগরপথে ইতালি যাওয়ার পথে সাগরে প্রাণ হারিয়েছিলেন ছাতকের নবীন হোসেন। গত ১ লা সেপ্টেম্বর ইতালি পৌছে সাগরপাড়ে নবীন হোসেনের মৃত্যু ঘটে। তার
মরদেহ প্রায় ১ মাস ২০ দিন পর দেশে পৌঁছেছে। লিবিয়া থেকে সাগরপথে ইতালি যেতে ১ লা সেপ্টেম্বর মারা যান নবীন হোসেন। প্রবাসীদের মাধ্যমে পরিবারের কাছে তার মৃত্যুর সংবাদ পৌঁছে ৩ সেপ্টেম্বর। মৃত্যুর ৩ মাস আগে নবীন হোসেন লিবিয়া গিয়েছিলো।
দীর্ঘ প্রতীক্ষা ও আইনি প্রক্রিয়া শেষে আজ সোমবার (২০ অক্টোবর) নবীন হোসেনের মরদেহ নিজ বাড়িতে পৌঁছায়। নবীন হোসেন ছাতক উপজেলার সিংচাপইড় ইউনিয়নের খাসগাঁও গ্রামের মোবারক আলীর পুত্র।সোমবার (২০ অক্টোবর) রাত ৯.২০ ঘটিকার সময় মরহুমের জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়েছে।