নিজস্ব সংবাদদাতা: শাহীন স্কুল এন্ড ক্যাডেট একাডেমি নারায়ণগঞ্জ শাখা কর্তৃক আয়োজিত সেফ ফাউন্ডেশন বৃত্তি পরীক্ষা এবং শাহীন স্কুল এন্ড ক্যাডেট একাডেমি মাসদাইর ও বন্দর শাখার বার্ষিক পরীক্ষার পুরস্কার বিতরণীর আয়োজন করা হয়েছে।
বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকাল ৯টা হতে দুপুর দেড়টা পর্যন্ত নারায়ণগঞ্জ জেলা শিল্পকলা একাডেমির অডিটোরিয়ামে অনাড়ম্বর এ পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।
বিশিষ্ট সমাজ সেবক ও শিক্ষানুরাগী আলহাজ্ব আবুল হোসেন পটল’র সভাপতিত্বে ও শাহীন স্কুল এন্ড ক্যাডেট একাডেমি বন্দর শাখার পরিচালক এস. এন. ডি. নয়ন’র সঞ্চালনায় ও-ই পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এসময় উপস্থিত ছিলেন- শাহীন স্কুল এন্ড ক্যাডেট একাডেমি নারায়ণগঞ্জ শাখার নির্বাহী পরিচালক সোহেল রানা, মাসদাইর শাখার পরিচালক আকরাম হোসেন জুয়েল, সিদ্ধিরগঞ্জ শাখার পরিচালক মোঃ মুতাসিম বিল্লাহ শান্ত, সিদ্ধিরগঞ্জ শাখার পরিচালক আনন্দ কুমার চাকমা, বন্দর শাখার পরিচালক আবুল বাসার।
ও-ই সময় মুন্সিগঞ্জ জেলার সদর ও নারায়ণগঞ্জ জেলার বিভিন্ন এলাকার সরকারী-বেসরকারী এবং কিন্ডার গার্টেন স্কুলের ১ম থেকে ৫ম শ্রেণীর অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট, সার্টিফিকেট, নগদ অর্থ ও ল্যাপটপ সহ বিভিন্ন ধরনের পুরস্কার বিতরণ করা হয়।