নতুনধারা বাংলাদেশ এনডিবির চেয়ারম্যান মোমিন মেহেদী বলেছেন, প্রথম আলো-ডেইলি স্টার-ছায়ানট-উদীচীতে অগ্নিসংযোগ-ভাঙচুর লুটপাট, সাংবাদিক নূরুল কবীরের উপর হামলা, খুলনায় প্রেস ক্লাবের সভাপতিকে গুলি করে হত্যা এবং ধর্মানুভূতিতে আঘাতের অভিযোগে পিটিয়ে হত্যা করে হিন্দু যুবকের লাশে অগ্নি সংযোগের মধ্য দিয়ে মববাজরা প্রমাণ করেছে- শিক্ষা-সংবাদ ও সংস্কৃতি তারা ভয় পায়। যদি দেশটা সত্যিকারের কোনো দেশপ্রেমিক গোষ্ঠির দ্বারা পরিচালিত হতো, তাহলে এতগুলো ঘটনা একসাথে ঘটাবার সুযোগই পেতো না দেশ-শিক্ষা-সংস্কৃতি-মানবতা বিরোধী এই গোষ্ঠি। তারপরও যদি দেশের মানুষকে মব-এ জিম্মি করে ঘটাতোও গত ২৪ ঘন্টায় সুষ্ঠু তদন্তের পাশাপাশি জড়িতদের গ্রেফতার ও বিচারের আওতায় আনা হতো, মানুষকে স্বস্থিতে থাকবার-বাঁচবার গ্যারান্টি দিতে সর্বোচ্চ চেষ্টা করতো।
২০ ডিসেম্বর দুপুরে বিজয় মিলনায়তনে অনুষ্ঠিত ‘পুড়ছে দেশ-সমাজ : জাতির করণীয়’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন। নতুনধারা বাংলাদেশ এনডিবি ঢাকা মহানগর উত্তর আয়োজিত সভায় সভাপতিত্ব করেন কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগর উত্তরের সভাপতি ওয়াজেদ রানা। বক্তব্য রাখেন প্রেসিডিয়াম মেম্বার রাশেদা চৌধুরী, সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, ভাইস চেয়ারম্যান চন্দন সেনগুপ্ত পলাশ, ঢাকা মহানগর উত্তরের সাধারণ সম্পাদক আল মামুন মন্ডল, সদস্য শাহানাজ জাহান, নূরুল আজিম প্রমুখ।
নতুনধারা বাংলাদেশ এনডিবির নেতৃবৃন্দ আরো বলেন, আমরা দেখেছি প্রথম আলো, ডেইলি স্টারের পিসিসহ বিভিন্ন মালামাল লুট করেছে কারা। কারা ৫ আগস্টের আগেও ক্ষমতালিপ্সুরা রাজনীতির নামে অপরাজনীতি করেছে, এখানো করছে। শুধু তা-ই নয়; অসভ্য-বর্বরদেরকে ৫ আগস্টের চেয়েও ভয়ংকরভাবে পরাজিত করবে বাংলাদেশ ও বাংলাদেশের সাধারণ মানুষ। যারা রাজনীতির নামে অপরাজনীতি-দুর্নীতি-সন্ত্রাস চায় না বলেই অতিতের ফ্যাসিস্টদের বিরুদ্ধে অবস্থান নিয়েছিলো। একইভাবে যদি দেশকে অস্থিতিশীল করে কোনো গোষ্ঠি ফায়দা হাসিল করতে চায়, তাহলে তার দাঁত ভাঙ্গা জবাব বাংলাদেশের সাহসী জনতা আবারো দেবে বলেই আমরা বিশ^াস করি।