1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
শিবপুরে জমি নিয়ে বিরোধের জেরে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ - শিক্ষা তথ্য
শনিবার, ২৬ জুলাই ২০২৫, ০৬:১৭ অপরাহ্ন
শিরোনাম :
বেলকুচিতে “জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে শপথ অনুষ্ঠান কমলনগরে জামায়াতে ইসলামীর দুই নেতার বিরুদ্ধে চাঁদা দাবির গুজব সৃষ্ট নিম্নচাপের প্রভাবে পটুয়াখালীর বিভিন্ন এলাকা প্লাবিত লঘুচাপের প্রভাবে বঙ্গোপসাগর উত্তাল, পায়রা সমুদ্র বন্দরে ০৩ নম্বর সতর্ক সংকেত বেড়িবাঁধে সবুজ বেষ্টনী প্রকল্পের গাছ কেটে পাউবো’র যায়গায় দোকান ঘর নির্মাণ’র অভিযোগ এমপি প্রার্থী সিরাজুল মামুনের পক্ষে মদনপুরে গণসংযোগ রূপগঞ্জে ডিবির এস আই বিরাজ দাসের বিরুদ্ধে লক্ষ লক্ষ টাকার ঘুষ বানিজ্যর অভিযোগ কুয়াকাটায় সমুদ্রে গোসলে নেমে জোয়ারে ভেসে যাচ্ছিল পর্যটক, উদ্ধার করলো জেলেরা নীলগঞ্জ ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সভা অনুষ্ঠিত রাজশাহী বিভাগের ডেসটিনি বিনিয়োগকারী ও ক্রেতা-পরিবেশক ঐক্য ফোরাম (ডিডাফ) সাপ্তাহিক মিটিং অনুষ্ঠিত

শিবপুরে জমি নিয়ে বিরোধের জেরে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ

Reporter Name
  • Update Time : শনিবার, ১০ মে, ২০২৫
  • ৬৯ Time View

শিবপুর প্রতিনিধি: নরসিংদীর শিবপুর উপজেলার সাধারচর ইউনিয়নের বীরখুপী গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করার অভিযোগ পাওয়া গেছে। বাবা-মায়ের রেখে যাওয়া সম্পত্তির ভাগবণ্টন নিয়েই ভাইয়ে ভাইয়ে বিরোধ। তাই সময়ে অসময়ে বাকযুদ্ধে লিপ্ত থাকে। উপজেলার সাধারচর ইউনিয়নের বীরখুপী গ্রামে মৃত রমিজ উদ্দিন ভূইয়ার ছেলে ভুক্তভোগী মোহাম্মদ আলী জানান, আমার পিতার মৃত্যুর পর বাবা-মায়ের রেখে যাওয়া সম্পত্তির ভাগবণ্টন করতে গেলে আমার বড় ভাই মোঃ রুস্তম আলী ভূঁইয়ার সাথে বিরোধ সৃষ্টি হয়।

আমাকে যেখানে যে জমি দিয়েছে সেই জমি নিয়েছি কোন আপত্তি করি নাই। উনার কাছে জমি বিক্রি করেছি, উনি জমিতে ভোগদখলে থেকে আমার পরিবারের সদস্যদের নামে কোর্টে মামলা দিয়েছে। এখন আমার নিজের জমিতে কাজ করতে গেলে আমার দুই ভাই রুস্তম আলী ও রহিম আলী বাধা দেন, মারমুখী আচরণ করেন, মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে। রুস্তম আলী বাদী হয়ে শিবপুর থানায় আর তার স্ত্রী বেবী বাদী হয়ে নরসিংদী কোর্টে পৃথক দুটি মামলা দিয়েছে। এখানে আমার মেয়ের জামাই কেও আসামি করেছে যা উদ্দেশ্যপ্রণোদিত মিথ্যা ।

আমার প্রবাসী ছেলে নাসিম কে ফোন করে হুমকী ধামকী দেয় দেশে আসলে জানমালের ক্ষতি করবে, ভয়ে দেশে আসতে পারছে না। আমি তাদের অভিযোগের সুষ্ঠু তদন্ত ও সঠিক বিচার চাই। এ বিষয়ে শিবপুর মডেল থানার (এএসআই) আবুল কালাম আজাদ বলেন, রুস্তম আলী বাদী হয়ে শিবপুর থানায় একটি অভিযোগ দিয়েছেন ‘আদালতের নির্দেশে আমি অভিযোগটি তদন্ত করছি। তদন্ত করে প্রকৃত ঘটনা আদালতে প্রেরন করা হয়েছে। এ বিষয়ে সাধারচর ইউনিয়ন ভূমি কর্মকর্তা ইসমাইল হোসেন বলেন, নরসিংদীর আদালতে রুস্তম আলীর স্ত্রী বেবী বেগম বাদী হয়ে জমি সংক্রান্ত মামলা দিয়েছে।

আমি মামলাটি তদন্ত করেছি। তদন্তের প্রতিবেদন আদালতে প্রেরন করবো। এলাকার বাদল খান ও খোরশেদ খান জানান, রুস্তম আলী ও রহিম আলী এবং এলাকার কিরণ খান সহ গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে সর্বসম্মতিক্রমে মোহাম্মদ আলী কে বাড়ির ভিটায় জায়গাটা দেওয়া হয়েছে। আমরা ওই সালিশ দরবারে উপস্থিত ছিলাম। এখন মোহাম্মদ আলী ওই জমিতে গেলে বাধা দেন, মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানি করছেন রুস্তম আলী। কিছু দিন পরপর মত পাল্টায় তারা। জমি সংক্রান্ত বিরোধ কেন্দ্র করে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির আশঙ্কা দেখা দিয়েছে।

বারবার শালিস দরবার করার পরও ব্যর্থ হয়েছি। গত ৭ মে, এবিষয়ে রুস্তম আলী ভূইয়ার বাড়ীতে গিয়ে পাওয়া যায়নি, পরে মুঠোফোনে জানান, মোহাম্মদ আলীর মেয়ের জামাই আমাদের বিরুদ্ধে থানায় অভিযোগ দিয়েছিল তাই আমিও দিয়েছি। আমার ভাই মোহাম্মদ আলী আমার নিকট জমি বিক্রি করে জমি দখল দিচ্ছে না। সেজন্য আমার স্ত্রী কোর্টে মামলা করছে তাদের বিরুদ্ধে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি