শেখ মানিক, নরসিংদী প্রতিনিধি:আমি কন্যাশিশু ‘স্বপ্ন গড়ি, সাহসে লড়ি, দেশের কল্যানে কাজ করি’ -এই প্রতিপাদ্যে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে নরসিংদীর শিবপুরে ‘জাতীয় কন্যা শিশু দিবস ২০২৫’ উদযাপিত হয়েছে।
বুধবার (৮ অক্টোবর) সকালে দিবসটি উপলক্ষে উপজেলা সহকারী কমিশনার ভূমি মুহ. আব্দুর রহিমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোছা; ফারজানা ইয়াসমিন, সভাপত্বিতে উপজেলা পরিষদের সভাকক্ষে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটি পরিচালনা করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোসা: গুল রাওশান ফিরদৌস।
সভায় ব্যক্তারা বলেন, একটা সময় ছিলো যখন কন্যা শিশুর চেয়ে পুত্র শিশু বেশি চাইত পিতা-মাতারা। কন্যার শিশু জন্মগ্রহণে খুশি হতো না পিতা মাতারা। কন্যা শিশুর চেয়ে পুত্র সন্তানকে পরিবারে গুরুত্ব দেয়া হতো বেশি।
তবে সময় বদলেছে, তার সাথে পরিবর্তন হয়েছে পিতামাতার চিন্তা ধারা। নানারকম বাধা-বিঘ্ন পেরিয়ে কন্যা শিশুরা এখন পুত্র সন্তানের মতো সমানতালে পরিবারে, সমাজে ও রাষ্ট্রে অবদান রেখে চলেছে। কন্যা সন্তানও বৃদ্ধ পিতা-মাতার অসহায় জীবনে সহায় হয়ে দেখা দিচ্ছে। ক্ষেত্রবিশেষে পুত্র সন্তানের চেয়ে বাবা-মার প্রতি বেশি গুরুদায়িত্ব পালন করছে কন্যারা।
এসময়ে উপস্থিত ছিলেন, নরসিংদী জেলা বিএনপির সহ-সভাপতি বীরমুক্তিযোদ্ধা তোফাজ্জল হোসেন মাস্টার, উপজেলা বিএনপির সভাপতি বীরমুক্তিযোদ্ধা আবুল হারিস রিকাবদার, শিবপুর প্রেসক্লাবের সভাপতি এস.এম খোরশেদ আলম, জামায়াতের পৌর আমীর আবদুর রহমান ভূইয়া, এনসিপির নেতৃবৃন্দসহ বিভিন্ন সংগঠনের নারী নেতৃবৃন্দরা।