শিবপুর ( নরসিংদী) প্রতিনিধি: নরসিংদীর শিবপুরে জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে লাখো কন্ঠে শপথ পাঠ, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৬ জুলাই) সকাল ১০টায় শিবপুর সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের হল রুমে উপজেলা প্রশাসন, সমাজসেবা ও মহিলা বিষয়ক অধিদপ্তর যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে।অনুষ্ঠানের সভাপতির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোছা. ফারজানা ইয়াসমিন। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শিবপুর পৌর প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) আব্দুর রহিম, উপজেলা সমাজ সেবা অফিসার কে এম আবু রায়হান, মহিলা বিষয়ক কর্মকর্তা রোকসানা বিলকিস,
উপজেলা বিএনপির সভাপতি আবুল হারিছ রিকাবদার, উপজেলা জামায়াতে ইসলামীর আমির মোস্তাফিজুর রহমান কাওসার, প্রেসক্লাবের সভাপতি এসএম খোরশেদ আলম, সাধারণ সম্পাদক শেখ মানিক ও সাবেক ভাইস চেয়ারম্যান আব্দুর রহমান প্রমুখ। অনুষ্ঠানে কয়েক শতাধিক নারী অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, জুলাই আহত যোদ্ধা , বীর মুক্তিযোদ্ধা, সংবাদিক ও বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।