শিবপুর প্রতিনিধি,নরসিংদী : নরসিংদীর শিবপুরে ক্যান্সার রোগীদের মাঝে আর্থিক অনুদান বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৪ জানুয়ারি) বিকেলে,উপজেলার জয়নগর ইউনিয়নের দড়িপুরা প্রবাসী যুব উন্নয়ন শক্তি ফাউন্ডেশনের উদ্যোগে, অত্র সংগঠনের কার্যালয়ের সামনে এই আর্থিক অনুদান বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। দড়িপুরা ইদগাহ মাঠের ঈমাম কারী মতিউর রহমানের সভাপতিত্বে ও মাওলানা মাছুম মোল্লার সঞ্চালনায় আর্থিক অনুদান বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা কৃষকদলের সাবেক সভাপতি মমতাজউদ্দিন চান মিয়া মাস্টার, স্থানীয় ইউ’পি সদস্য জাকির হোসেন,৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ সোলাইমান ও সাধারণ সম্পাদক জাডু মোল্লা,ওয়ার্ড যুবদলের সভাপতি বিল্লাল হোসেন, দড়িপুরা আদর্শ উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক সিরাজুল ইসলাম মুকুল ও পরিচালনা কমিটির সদস্য দেওয়ান আলী সরকার,আব্দুল কাদির,দড়িপুরা উদয়ন কিন্ডারগার্ডেন এর প্রতিষ্ঠাতা রশিদুল ইসলাম মাস্টারসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ । আলোচনা সভাশেষে মরণব্যাধি ক্যানসার রোগীর স্বজনের কাছে নগদ অর্থ বিতরণ করেন তারা। অত্র গ্রামের দুঃস্থ, অসহায়,সুবিধাবঞ্চিত মানুষের মাঝে মানবিক সহায়তা, সামাজিক উন্নয়নমূলক কর্মকান্ড অব্যাহত রাখবেন বলে জানান সংগঠনের নীতিনির্ধারকেরা।