মোঃ পন্ডিত হোসেন বিশেষ প্রতিনিধিঃ শীতলক্ষ্যা বড়পীর আব্দুল কাদের জিলানীর (রাঃ)এর স্মরণে ও সমস্ত কবরবাসীর ওয়াজ মাগফেরাত কামনায় ৪র্থ ওরশ মোবারক অনুষ্ঠিত হয়েছে।
গত বৃহস্পতিবার ১৩ অক্টোবর শীতলক্ষ্যা পুল সংলগ্ন শহিদুল এর বন্ধুমহল ও হক সাবের আয়োজনে ওয়াজ দোয়ার মাহফিল অনুষ্ঠান হয়।
অনুষ্ঠানে জুয়েলের উপস্থাপনায় প্রধান বক্তা হিসেবে ওয়াজ করেন নারায়নগঞ্জ মডেল মসজিদের ইমাম ও খতিব মোঃ জহিরুল ইসলাম। বিশেষ বক্তা ছিলেন আড়াইহাজার ইমদাদুল উলুম আলিম মাদ্রাসার প্রভাষক ও নতুন সৈয়দপুর বাইতুস সালাত জামে মসজিদের মাওলানা আব্দুর রহমান তৈয়্যিবী। কদমতলী জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা মুফতি বাকি বিল্লাহ বিন শেরখানী, দক্ষিণ নলুয়া জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা মুফতি আব্দুল হাছান তৈয়্যেবি, মধ্য নলুয়া জামে মসজিদের ইমাম ও খতিব হাফেজ মাওলানা কাউসার আহমেদ চাঁদপুরী, তামাক পটি বায়তুল আমান জামে মসজিদের ইমাম ও খতিব হাফেজ মাওলানা মইনুল ইসলাম।বিশেষ অতিথি ছিলেন ১৮নং ওয়ার্ড তরুন সমাজ সেবক কাজী ইদগার সেজান, হাজী নিজাম,বিশিষ্ট ব্যবসায়ী হারুন অর রশিদ হারুন, মুসা, সোহেল, সেলিম, শান্ত, রনি ও ফারুক।
আখেরি মোনাজাত পরিচালনা করেন প্রধান বক্তা নারায়ণগঞ্জ মডেল মসজিদের ইমাম ও খতিব মোঃ জহিরুল ইসলাম।