নিজস্ব সংবাদদাতা: বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র চেয়ারপার্সন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া’র আশু রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনা করে বিএনপি’র অঙ্গ ও সহযোগী সংগঠনের ব্যানারে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।
শনিবার (৬ ডিসেম্বর) বাদ আছর ফতুল্লায় নারায়ণগঞ্জ-৪ আসনে বিএনপি মনোনয়ন প্রত্যাশী ও কেন্দ্রীয় কমিটির সদস্য মোহাম্মদ শাহ্ আলম’র নিজ বাসভবনে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
ও-ই দোয়া মাহফিল পূর্বে প্রধান অতিথির বক্তব্যে শাহ্ আলম বলেন- জাতীয়তাবাদী দলের উদ্দেশ্য ও আদর্শ সম্পর্কে আমাদের সঠিক ধারণা রাখতে হবে। অনেকেই ব্যক্তিস্বার্থ ও পদ-পদবীর মোহে দলীয় আদর্শ ভুলে যায়। এরা স্লোগানে বলে ‘জিয়ার সৈনিক’, কিন্তু মনে-প্রাণে তাঁরা আদর্শ ধারণ করে না। এখনই সময়, দলকে ভালবাসা ও আদর্শে দৃঢ় থাকার।
তিনি আরও বলেন- শুধুমাত্র দেশকে ভালবেসেই বেগম খালেদা জিয়া’র জীবন আজ প্রায় বিপন্ন। চিকিৎসার জন্য লন্ডনে গেলে তাকে সেখানে থাকতে বলা হয়েছিলো। কারণ, তার অবস্থা তখনও ঝুঁকিপূর্ণ ছিলো। কিন্তু তিনি বলেছিলেন- আমার দেশের জনগণ অপেক্ষা করছে, আমি দেশে ফিরে যাব। নেতা-কর্মীদের তিনি তার পরিবার বলেছেন। সে-ই পরিবারের টানে তিনি দেশে ফিরে এসেছিলেন।
প্রধান অতিথি বক্তব্যে আরও বলেন- রাজনীতি একটি সেবামূলক কাজ। দেশের জনগণের সেবা করার দায়িত্ব আল্লাহ্ আমাদের দিয়েছেন। আর সেবা করতে গিয়ে যদি দূর্নীতি, চাঁদাবাজী, ভূমিদস্যুতা, মাদক ব্যবসা, অন্যের সম্পদ লুণ্ঠন ও প্রতিহিংসায় লিপ্ত হই, তা-হলে আল্লাহর দরবারে ক্ষমা পাওয়া যাবে না।
নারায়ণগঞ্জ জেলা বিএনপি’র সদস্য একরামুল কবির মামুন’র সভাপতিত্বে ও-ই দোয়া মাহফিলে এসময় উপস্থিত ছিলেন- নারায়ণগঞ্জ জেলা বিএনপি’র সদস্য নাজিম হাসান মিটু, ফতুল্লা থানা বিএনপি’র সাবেক আহবায়ক জাহিদ হাসান রোজেল, সাবেক সাধারণ সম্পাদক নজরুল ইসলাম পান্না মোল্লা, কুতুবপুর ইউনিয়নের সাবেক সভাপতি এম. এ. আকবর, সাবেক সাধারণ সম্পাদক তাহের মোল্লা, কাশিপুর ইউনিয়ন বিএনপি নেতা আমিনুল ইসলাম, ফতুল্লা থানা যুব দলের সাবেক সিনিয়র সহ-সভাপতি আরাফাত আলম জিতু, কুতুবপুর ইউপি সদস্য হান্নানুর রফিক রঞ্জু সহ অন্যান্য নেতা-কর্মীরা।
সংক্ষিপ্ত আলোচনা শেষে ফতুল্লা জামে মসজিদের পেশ ইমাম হযরত মাওলানা ইকবাল হোসেন দোয়া মাহফিল পরিচালনা করেন। মোনাজাতে দেশনেত্রী বেগম খালেদা জিয়া’র আশু রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনা সহ দেশ ও জাতির মঙ্গল কামনা করে বিশেষ দোয়া প্রার্থণা করা হয়। পরে উপস্থিত সকলের মাঝে তোবারক বিতরণ করা হয়।