মোঃ হাবিবুর রহমান, শ্যামনগর, সাতক্ষীরাঃ সাতক্ষীরার শ্যামনগরে নারীর প্রতি সহিংসতা বন্ধে জনসচেতনতা বাড়াতে মঙ্গলবার (২৫ নভেম্বর) ‘আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ’১৬ দিনের উপলক্ষে র্যালি, সংবাদ সম্মেলন ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে বক্তারা তাদের ম‚ল্যবান বক্তব্য প্রদান করেন এবং সচেতনতা বাড়াতে সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের প্রতি অনুরোধ জানান। বেসরকারি উন্নয়ন সংস্থা সিএনআরএস এর আয়োজনে, সুইডিস দূতাবাসের সহযোগিতায় এবং সিডিও’র বাস্তবায়ন সহযোগিতায় অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও ভলেন্টিয়াররা অংশ নেন। র্যালি পরবর্তী সময়ে উপজেলা প্রেসক্লাব চত্বরে এক আলোচন সভায় উপস্থিত শিক্ষার্থী এবং স্বেচ্ছাসেবীবৃন্দ বক্তব্য রাখেন।
সিডিও’র নির্বাহী পরিচালক গাজী আল ইমরান এর সভাপতিত্বে সিডিও ইয়ুথ টিমের সদস্য হেনা পারভীন বলেন, “আমরা মেয়েরা অনলাইনে নানা ধরনের হয়রানির শিকার হই। এগুলো বন্ধে কার্যকর আইন ও সামাজিক সচেতনতা দুটোই জরুরি।” সিডিও ইয়ুথ টিমের নিসিয়র ভলেন্টিয়ার হাফিজুর রহমান হাফিজ এর সঞ্চালনায় এসময় সিডিও ইয়ুথ টিমের যুব নারী ইউনিট প্রধান নুহা ইসলাম তার বক্তব্যে ডিজিটাল সহিংসতার বিভিন্ন রূপ, অনলাইন হয়রানি, ব্যক্তিগত তথ্যের অপব্যবহার এবং সামাজিক মাধ্যমে নেতিবাচক মন্তব্য প্রতিরোধের উপায় নিয়ে সচেতনতা সৃষ্টি করার বিষয়ে বলেন।
সদস্য সাদিয়া পারভীন বলেন, কেবল আইন নয়, সকলের দায়িত্ব সচেতনতা বৃদ্ধির মাধ্যমে একটি নিরাপদ ডিজিটাল পরিবেশ গড়ে তোলা। আলোচনা সভা শেষে ১৬দিনের কর্মসূচি নিয়ে শ্যামনগর উপজেলা প্রেসক্লাবে সংবাদ করেন আয়োজক সংস্থা। এসময় বক্তব্য রাখেন সিএনআরএস এর সাইট অফিসার তৌহিদ হাসান, মেহজাবিন মৌ, সিডিও’র ফিল্ড অর্গানাইজার সম্পা বিশ্বাস, সিডিও ইয়ুথ টিমের সিনিয়র ভলেন্টিয়ার আনিসুর রহমান মিলন, সিএনআরএস এর ফিল্ড অর্গানাইজার গৌতম মন্ডল সহ অনেকে।