শ্যামনগর প্রতিনিধিঃ শ্যামনগর উপজেলার ধুমঘাট অন্তাখালি, শীলতলা সহ বিভিন্ন স্থান থেকে বিভিন্ন উপকরণ দেওয়ার নামে অবৈধভাবে টাকা উত্তলন করায় ২জন ব্যক্তিকে আটক করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। শুক্রবার(৯ জানুয়ারি) স্থানীয় মানুষের তথ্যের ভিত্তিতে উপজেলা নির্বাহী অফিসার শামসুজ্জাহান কনক ঈশ্বরীপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এর মাধ্যমে জিজ্ঞাসাবাদের জন্য অভিযুক্তদের তার কার্যালয়ে নিয়ে আসেন। শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার এর নির্দেশক্রমে উপজেলা সমাজসেবা অফিসার এস এম দেলোয়ার হোসেন তাদের কার্যালয়ে ব্যক্তিদ্বয়ের সকল কার্যক্রম যাচাই-বাছাই শেষে ভুয়া প্রমাণ হওয়ায় থানা পুলিশের কাছে প্রেরণ করেন।
জিজ্ঞাসাকালীন সময়ে প্রতারক দলের প্রধান ফারহাদ হোসেন, পিতা:শরিফুল সরদার, গ্রাম:থানাঘাটা, মাড়িয়ালা, উপজেলা:আশাশুনি শ্যামনগর উপজেলার ৩শতাধিক মানুষের নিকট থেকে বিভিন্ন ধরনের সহযোগিতা দেওয়ার নামে টাকা উত্তলন করেন বলে স্বীকারোক্তি দেন।খবর পেয়ে উপজেলার মানিকখালি,শীলতলা সহ বিভিন্ন গ্রাম থেকে স্থানীয় জনগোষ্ঠীর সদস্যবৃন্দ এসে ফরহাদের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ দেন।জিজ্ঞাসাবা শেষে উপজেলা শ্যামনগর থানার ওসি(তদন্ত) উপজেলা সমাজসেবা অফিসারের নিকট থেকে ফরহাদ প্রতারক চক্রের দুই সদস্যকে নিয়মিত মামলায় জেল হাজতে প্রেরণ করেন।